এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • পৃথিবীকে সভ্য পর্যায়ে নিয়ে আসার জন্য কার অবদান সবচেয়ে বেশি?
  • প্রাকৃতিক বিজ্ঞান কী?
  • ‘বিজ্ঞান বলতে বোঝায় কার্যকারণ সূত্রে গ্রথিত জ্ঞান’— উক্তিটি কার?
  • বিজ্ঞানের সুশৃঙ্খল জ্ঞান কীসের দ্বারা নির্ণীত?
  • কার মতে, ‘বিজ্ঞান মানুষ ও বিশ্বজগৎ সম্বন্ধে বিশ্বাস ও মনোভাব নির্ধারণের অন্যতম প্রধান উৎস’?
  • বিজ্ঞান কোন ধরনের জ্ঞানের সমষ্টি?
  • বিজ্ঞান এমন বিশেষ জ্ঞান যা নির্ভরশীল—
  • . ‘Science in History’ গ্রন্থটির রচয়িতা কে?
  • বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়?
  • এমিল ডুর্খেইম বিজ্ঞানের কয়টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন?
  • জে. ডি. বার্নাল তার গ্রন্থে বিজ্ঞান সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা হলো—
  • বিজ্ঞান একটি পুরনো বিষয় কারণ—
  • অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে—
  • তুলনামূলক পদ্ধতি কয়ভাগে প্রয়োগ করা হয়?
  • সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্ণীত হয়—
  • বিজ্ঞান বলতে কী বুঝ?
  • “বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান”- এ অভিমতটি হলো সমাজবিজ্ঞানী-
  • জ্ঞান অন্বেষণের প্রবেশপথ কোনটি?
  • ‘বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি, যেখানে পৃথক বা স্বাতন্ত্র্য নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতাসহ উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়’- উক্তিটি কার?
  • ‘বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যয়াজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণিকরণ’- উক্তিটি কোন মনীষীর?
  • বিজ্ঞানসম্মত অনুসন্ধানের উপায়কে কী বলে?
  • বিজ্ঞানের ভিত্তি কী?
  • বৈজ্ঞানিক পদ্ধতি কয়টি প্রক্রিয়াকে নির্দেশ করে?
  • সংগৃহীত তথ্যের সত্যতা ও যথার্থতা নিরূপণ করা কার কাজ?
  • সমাজবিজ্ঞানী ডেভিস ও কোসেনজা বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি বৈশিষ্ট্য নির্ণয় করেছেন?
  • আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কী?
  • বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক কোনটি?
  • বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীরা কতটি নীতি অনুসরণ করে থাকেন?
  • বৈজ্ঞানিক পদ্ধতির যে সকল নীতিমালা প্রায় সকল বিজ্ঞানী অনুসরণ করে থাকেন—
  • সব বিজ্ঞানী বৈজ্ঞানিক সমস্যার সমাধানে প্রয়াসী হন। এক্ষেত্রে তাদের কাজ হয়—
  • নাবিলার পঠিত বিষয়ের সাথে মিল রয়েছে কোন পদ্ধতির?
  • উক্ত পদ্ধতির নীতিমালা হচ্ছে-
  • পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
  • কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
  • যে যৌক্তিক প্রণালিতে সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে বলে-
  • গবেষণার উপাদানগুলো প্রাকৃতিক বিজ্ঞানে কীরূপ আচরণ প্রকাশ করে?
  • নির্ভরশীল চলককে কী বলা হয়?
  • সামাজিক গবেষণার কোন পদ্ধতির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ের মধ্যে তুলনা করে তাদের জীবনযাপন পদ্ধতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য যাচাই করে বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হওয়া?
  • ‘Sociological Theory and Social Research’ গ্রন্থটির রচয়িতা কে?
  • বৈজ্ঞানিক পদ্ধতি মূলত সুসংবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত কিছু সংখ্যক-
  • Download our App Bissoy