এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘জনমতের জন্যে সংখ্যাগরিষ্ঠের মতই যথেষ্ট নয় এবং সব বিষয়ে ঐকমত্য অপরিহার্য নয়’—উক্তিটি কার?
  • ‘একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত’ -এটি কার উক্তি?
  • ‘The Voice of the people may be voice of God.’- এটি কোন যুগের ধারণা?
  • ‘বিশ্বে পরিণত উন্নত, অনুন্নত ও নিম্নমানের সংস্কৃতি লক্ষ করা যায়।’ কথাটি কে বলেছেন?
  • জনমত বলতে বোঝায়-
  • ‘জনমত আইনের অন্যতম উৎস’- উক্তিটি কার?
  • পৌরনীতি ও সুশাসনের ভাষায় জনমত হলো-
  • সুষ্ঠু জনমত ব্যাহত হয়–
  • রেডিও-টেলিভশন এখন জনমত গঠনে ভূমিকা রাখছে-
  • গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে-
  • জনমতের ফসল হলো-
  • গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত গঠনের পূর্বশর্ত হলো-
  • আমজাদ সাহেব টেলিভিশনে টকশো দেখছিলেন। টকশোর এক বক্তা একপর্যায়ে বলেন, গণতান্ত্রিক বিশ্বে জনগণের বাণী হলো দৈব বাণীর মতো। তিনি একথা বলার কারণ হলো-
  • উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
  • উদ্দীপকে উল্লিখিত বিষয় ছাড়া আরো যে বিষয়গুলো ফুটে উঠেছে?
  • উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
  • রিপোর্টটির মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পায়-
  • গণতান্ত্রিক রাষ্ট্রে জনমতকে অগ্রাহ্য করার অর্থ-
  • জনমতের দ্বারা নিয়ন্ত্রিত হয়—
  • দুর্নীতির মাত্রা হ্রাস পাবে-
  • ‘রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ধ্যান ধারণা, বিশ্বাস ও অনুভূতির এক সমষ্টি যা রাজনৈতিক কার্যাবলিকে অর্থপূর্ণ করে তোলে, সুশৃঙ্খল ভাবের অতিব্যক্তি ঘটায় এবং অন্তর্নিহিত ও মনস্তাত্ত্বিক দিকের প্রকাশ ঘটায়’- উক্তিটি কার?
  • ৪২ মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
  • রাজনৈতিক সংস্কৃতি হলো-
  • রাজনৈতিক সংস্কৃতি দুর্বল হলে সৃষ্টি হয়—
  • রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
  • রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিভঙ্গি—
  • উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০নং প্রশ্নের উত্তর দাও:
  • উদ্দীপকের রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভর করে জনগণের-
  • Download our App Bissoy