এইচএসসি পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব’ – উক্তিটি কে করেছেন?
  • ‘নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শান্তির আলোচনা করে, তাই পৌরনীতি’ – উত্তিটি কার?
  • The Philosophy of Citizenship এর রচয়িতা কে?
  • উচ্চ মাধ্যমিকের ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে?
  • রনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের জন্যে আগ্রহ প্রকাশ করলে তার বোন মোর্শেদা তাকে একটি বিষয় পড়তে হাল মোশেদা রনিকে কোন বিষয় পড়তে বলল?
  • Civis + Civitas = Civics. যার আলোচ্য বিষয় হচ্ছে-
  • উদ্দীপকের আলোচিত প্রসঙ্গটি উচ্চ শিক্ষার কোন পাঠ্যক্রমে রয়েছে?
  • দেশ ঠিক মায়ের মতোই’ এ উপলব্ধিকে কী বলা যায়?
  • মানবসভাতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি?
  • কোন ধরনের তত্ব পৌরনীতির আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?
  • ভাষা আন্দোলন, ৬ দফা, ১৯৭০ এর নির্বাচন, ১৯৯০-এর গণঅভ্যুত্থান বিষয়গুলো কোন জাতীয় ঘটনা?
  • সুশাসন এক ধরনের__
  • উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সাথে সম্পর্যুত্ত?
  • Governance ইংরেজি প্রতিশব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
  • বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তম্ভের ওপর?
  • কাউসারের দেশের সরকার জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে । কাউসারের দেশে কোনটি বিদ্যমান?
  • পৌরনীতি ও সুশাসন বিষয়ের দৃষ্টিতে গভর্ন্যান্স মূলত কী
  • ইউএনডিপি-এর দৃষ্টিতে গভর্ন্যান্স মূলত কী?
  • সুশাসন সম্পর্কে ধারণা দিতে গিয়ে আখি বলেছিল, সুশাসন হলো টেকসই, সমতাপূর্ণ ও শক্তিশালী উন্নয়নের ধারক এবং আর্থিক স্বচ্ছতার জন্য অপরিহার্য একটি বিষয় । আখির ধারণার সাথে কোন প্রতিষ্ঠানের ধারণার সাদৃশ্য রয়েছে?
  • রাষ্ট্রের সামগ্রিক কল্যাণ মূলত কীসের ওপর নির্ভর করে?
  • কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান এক মতবিনিময় সভায় বলেন, দারিদ্র্য ও ক্রমবর্ধমান বৈষম্যের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য একটি বিষয়ের প্রতি আমাদের দিতে হবে। এখানে চেয়ারম্যান কোন কথা বলেছেন?
  • অনুচ্ছেদটি পড় এবং ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
  • অনুচ্ছেদে পৌরনীতি ও নাগরিকতার সাথে কোন বিষয়ের সম্পর্ক দেখানো হয়েছে?
  • Download our App Bissoy