এইচএসসি কৃষিশিক্ষা ২য় অধ্যায় লিখিত প্রশ্ন

  • ব্রয়লার মুরগির ব্রুডার ব্যবস্থাপনা ব্যাখ্যা করো।
  • ব্রয়লার খামার করার সুবিধাগুলো লেখো।
  • রাজহাঁস পালন করা হয় কেন? ব্যাখ্যা করো।
  • পিজিয়ন মিল্ক বলতে কী বোঝ?
  • বাড়ন্ত ও পূর্ণবয়স্ক হাঁস একত্রে পালনের পদ্ধতিটি ব্যাখ্যা করো।
  • ভাইরাস সংক্রমিত মুরগির রোগশনাক্তকারী লক্ষণগুলো ব্যাখ্যা করো।
  • হাঁস পালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
  • কবুতর পালনে খরচ কম কেন ব্যাখ্যা করো।
  • ডিম উৎপাদনকারী দুটি খামারের নাম লেখো।
  • অস্বাভাবিক ডিমের দুটি বৈশিষ্ট্য লেখো।
  • অণুজীব সার পরিবেশ-বান্ধব কেন?
  • জৈব পদার্থ কীভাবে মাটির ভৌত গুণাবলি উন্নত করে?
  • ভূমিক্ষয় মৃত্তিকায় কী প্রভাব ফেলে?
  • সবুজ সার বলতে কী বোঝ?
  • মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা কর।
  • মাটির pH জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
  • মাটির বুনট বলতে কী বোঝ?
  • মৃত্তিকা ও ফসল উৎপাদনে পানির ভূমিকা ব্যাখ্যা কর।
  • মাটির ক্ষারত্ব বলতে কী বোঝ?
  • ভূমি সংরক্ষণ কেন করা হয় ব্যাখ্যা কর।
  • Download our App Bissoy