এইচএসসি কৃষি শিক্ষা ২য় পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ন্যূনতম কী পরিমাণ বনভূমি থাকলে একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে?
  • বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ কত হেক্টর?
  • বাংলাদেশ বনবিভাগ নিয়ন্ত্রিত জমির পরিমাণ কত লক্ষ হেক্টর?
  • বাংলাদেশের কতটি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই?
  • বাংলাদেশে বনবিভাগ নিয়ন্ত্রিত জমির মধ্যে কত লক্ষ হেক্টর রিজার্ভ বন রয়েছে?
  • সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?
  • আমাদের দেশে ২০১৭ সালে আহরিত জ্বালানি কাঠের পরিমাণ কত লক্ষ ঘনফুট?
  • আমাদের দেশে ২০১৭ সালে আহরিত মধুর পরিমাণ কত হাজার কেজি?
  • আমাদের দেশে ২০১৭ সালে আহরিত গেওয়া কাঠের পরিমাণ কত?
  • কর্ণফুলী পেপার মিলে বছরে কত হাজার টন বাঁশ সরবরাহ করতে হয়?
  • কর্ণফুলী পেপার মিলে বছরে কমপক্ষে কী পরিমাণ কাঠ সরবরাহ করতে হয়?
  • খুলনা নিউজপ্রিন্ট মিলে বার্ষিক প্রায় কত হাজার ঘনমিটার গেওয়া কাঠ প্রয়োজন হয়?
  • আমলকী, বহেড়া ও হরীতকীকে একসাথে কি বলা হয়?
  • বন বলতে বোঝায়, যা –
  • বনের বিশেষ বৈশিষ্ট্য –
  • চারা রোপণের স্থানের pH মান কত হওয়া প্রয়োজন?
  • চারা রোপণ করার আগে হালকা রোদে রেখে দেওয়াকে কী বলে?
  • মাঝারি আকারের চারার ক্ষেত্রে গর্তের আকার কত ঘন সেমি হয়?
  • ছোট আকারের চারা রোপণের ক্ষেত্রে কত ঘন সেমি আকারের গর্ত তৈরি করতে হয়?
  • বিভিন্ন প্রকার জীবের প্রাকৃতিক উপস্থিতি, বিস্তৃতি এবং আনুপাতিক ও পারস্পরিক সহাবস্থানকে কী বলে?
  • বেসরকারি মতে আমাদের দেশের প্রকৃত বনভূমির পরিমাণ কত শতাংশ?
  • এক হেক্টর সবুজ বনভূমি থেকে দৈনিক কত কেজি অক্সিজেন পাওয়া যায়?
  • বাংলাদেশের কোন জেলায় নীলসাগর অবস্থিত?
  • হিমছড়ি কোন জেলায় অবস্থিত?
  • আমাদের দেশে প্রায় কত প্রজাতির পাখি রয়েছে?
  • বাংলাদেশে প্রায় কত প্রজাতির উভচর প্রাণী রয়েছে?
  • আমাদের দেশে প্রায় কত প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে?
  • বাংলাদেশে প্রায় কত প্রজাতির মাছ পাওয়া যায়?
  • আমাদের দেশে প্রায় কত প্রজাতির সরীসৃপ রয়েছে?
  • বৃষ্টিপাত বৃদ্ধির কারণ—
  • রোপণ গর্তে ইউরিয়া সার প্রয়োগের কতদিন পর চারা রোপণ করতে হয়?
  • কখন চারা রোপণ করতে হয়?
  • চারা রোপণ পরবর্তী পরিচর্যা কোনটি?
  • শুষ্ক মৌসুমে কতদিন পর পর চারার গোড়ায় পানি দিতে হবে?
  • বনায়নের ক্ষেত্রে চারার বেড়াটি কত সেমি উঁচু হওয়া প্রয়োজন?
  • গাছকে একটি শক্ত সুন্দর কাঠামো দেওয়ার জন্য ডালপালা কর্তন করাকে কী বলে?
  • নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো গাছের অপ্রয়োজনীয় ডালপালা কর্তন করাকে কী বলে?
  • কোন বৃক্ষে হালকা প্রুনিং করা হয়?
  • মধ্যম প্রুনিং করা হয় কোন বৃক্ষে?
  • কোন গাছটি গভীর প্রুনিং করা হয়?
  • Download our App Bissoy