এইচএসসি কৃষি শিক্ষা ২য় পত্র ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ২০১৬-১৭ অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতে প্রবৃদ্ধির হার কত শতাংশ?
  • ২০১৬-১৭ অর্থবছর অনুযায়ী কৃষিখাতে প্রাণিসম্পদের অবদান কত?
  • ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় আয়ের কত শতাংশ গবাদি পশুর চামড়া রপ্তানি থেকে এসেছে?
  • দেশের বেকারদের আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মোট কত শতাংশ অবদান রাখে?
  • বাংলাদেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কোনটি?
  • চাষাবাদে কত ভাগ পশু শক্তির ব্যবহার করা হয়?
  • একজোড়া বলদ দিয়ে ১ বিঘা জমি চাষ করতে কত ঘণ্টা সময় লাগবে?
  • গৃহস্থালী জ্বালানির কতভাগ গোবর হতে আসে?
  • গ্রামীণ পরিবহনে প্রাণিসম্পদের ব্যবহার কতভাগ?
  • পশুর টাটকা মাংসে আমিষের পরিমাণ শতকরা কতভাগ?
  • কোনটিকে আদর্শ খাদ্য বলা হয়?
  • অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী দৈনিক জনপ্রতি দুধের চাহিদা কত মিলি?
  • পশু সম্পদ ভূমিকা রাখে –
  • ২০১৬-১৭ অর্থবছরে প্রাণিসম্পদের-
  • বাংলাদেশে চাষাবাদে যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে ব্যবহার হয়-
  • আমাদের স্বাস্থ্য রক্ষায় পশু হতে পাই –
  • পশুর উপজাত দ্রব্য (শিং, ক্ষুর ও হাড়) ব্যবহার হয় —
  • পশুর রক্ত ব্যবহৃত হয়-
  • হাশেমের জমি চাষ করতে কত ঘণ্টা সময় লাগবে?
  • হাশেমের ব্যবহৃত বিকল্প উপায় আরো কাজে লাগে —
  • উদ্দীপকে কৃষির কোন খাত সম্পর্কে বলা হয়েছে?
  • এ উপজাত বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে-
  • ডাক্তার মনিষাকে কোন খাদ্যটি গ্রহণ করতে বলেছিল?
  • ডাক্তারের পরামর্শকৃত খাদ্যে রয়েছে-
  • উৎপাদন ও কর্মশক্তির ভিত্তিতে গরুকে কতভাগে ভাগ করা হয়েছে?
  • অধিক মাংস উৎপাদনের জন্য কোন জাতটি উপযুক্ত?
  • ফলস্টেইন ফ্রিজিয়ান গরুর দুধে কত শতাংশ চর্বি থাকে?
  • প্রজননের জন্য রক্ষিত প্রাপ্ত বয়স্ক ষাঁড়কে কী বলে?
  • খোঁজাকৃত প্রজনন শক্তি রহিত পুরুষ গরুকে কী বলে?
  • জমি চাষের জন্য কোন জাতের গরুটি উপযোগী?
  • কোন জাতের গরুর দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে?
  • গায়ের রং লাল এবং নাসারন্তু গোলাপি বৈশিষ্ট্যের গরু কোন জাতের?
  • কোন জাতের গরুটির উৎপত্তি পাঞ্জাবস্থল প্রদেশে?
  • কোনটি লাল সিন্ধি জাতের গরুর বৈশিষ্ট্য?
  • দেহের গঠন চৌকাকার, পা খাটো ও শিং ছোট। এটি কোন জাতের গরুর বৈশিষ্ট্য?
  • আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদ প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে?
  • একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু দৈনিক কত লিটার দুধ দিতে পারে?
  • গরুর এক বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে বলা হয় –
  • গাভির ওলানে যক্ষ্মা রোগ হলে দুধের রং পরিবর্তিত হয়ে কোন রং হয়?
  • হালটানা মহিষের কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?
  • Download our App Bissoy