এইচএসসি কৃষি শিক্ষা ২য় পত্র ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মাছের শ্বসন অঙ্গ কোনটি?
  • পৃথিবীতে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির মাছের মোট কত ভাগ স্বাদু পানির?
  • বাংলাদেশে মৎস্য সম্পদের উৎস কয়টি?
  • বাৎসরিক মৎস্য উৎপাদনের প্রায় কত ভাগ অভ্যন্তরীণ উৎস হতে পাওয়া যায়?
  • বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ মুক্ত জলাশয়ের আওতাভুক্ত?
  • বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত?
  • অভ্যন্তরীণ জলাশয়ের মাছের মধ্যে কত প্রজাতির মাছ অতি বিপন্নাবস্থায় রয়েছে?
  • বাংলাদেশের মুক্ত জলাশয়ের আয়তন প্রায় কত লক্ষ হেক্টর?
  • মুক্ত জলাশয়ের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
  • মুক্ত জলাশয়ের মধ্যে কাপ্তাই লেকের আয়তন শতকরা কত ভাগ?
  • মুক্ত জলাশয়ের মধ্যে প্লাবনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?
  • বদ্ধ জলাশয়ের মধ্যে চিংড়ি খামারের আয়তন শতকরা কত ভাগ?
  • সামুদ্রিক জলাশয়ের আয়তন প্রায় কত বর্গ কিমি?
  • সামুদ্রিক জলাশয় থেকে উৎপাদিত মৎস্যের পরিমাণ কত মেট্রিক টন?
  • ১ নটিক্যাল মাইল সমান কত মাইল?
  • সমুদ্রে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকা কত নটিক্যাল মাইল?
  • বাংলাদেশে মৌসুমি জলাশয়ের পরিমাণ শতকরা কত ভাগ?
  • স্থান ও আবাসভেদে মাছ চাষ পদ্ধতি কত প্রকার?
  • নিবিড়তা ভেদে মাছ চাষ পদ্ধতি কত প্রকার?
  • দেশের প্রায় কতটি নদ-নদীর অববাহিকা ৭০ ভাগ মাছের উৎস?
  • মাছে খাদ্য উপাদান হিসেবে থাকে –
  • মলাস্কা শ্রেণির অন্তর্ভুক্ত –
  • মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন –
  • অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত —
  • দেশি প্রজাতির মাছ হলো—
  • শীতের প্রারম্ভে পুকুরে ডলোচুন ও লবণ দিলে কোন রোগের থেকে রক্ষা পাওয়া যায়?
  • নাইলোটিকা চাষের সঙ্গে শতকরা কত ভাগ মৎস্য চাষি জড়িত?
  • বাংলাদেশের কতটি হ্যাচারিতে নাইলোটিকার পোনা পাওয়া যায়?
  • বাংলাদেশে বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত হলো-
  • উদ্দীপকে কোন জলাশয়ের কথা বলা হয়েছে?
  • এ প্রকার জলাশয়ের অন্তর্ভুক্ত —
  • উল্লিখিত সম্পদের অনেক প্রজাতি বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ কী?
  • এ সমস্যা নিরসনে প্রয়োজন-
  • কোনটি থাই সরপুঁটি নামে পরিচিত?
  • কত মাস বয়সে রাজপুঁটি মাছ বিক্রয়যোগ্য হয়?
  • রাজপুঁটির ওজন ৬ মাসে কত গ্রাম হয়?
  • ৩৭ কোন মাটির পুকুর রাজপুঁটি চাষের জন্য উপযোগী?
  • রাজপুঁটি চাষের পুকুরের ১০০ গ্রাম মাটিতে কত মিলিগ্রাম নাইট্রোজেন থাকা দরকার?
  • পানির কোন বর্ণ পুকুরে রাজপুঁটি চাষের অধিক উৎপাদনশীলতা নির্দেশ করে?
  • রাজপুটি চাষের পুকুরের আয়তন কত শতক হওয়া উত্তম?
  • Download our App Bissoy