এইচএসসি ইসলামের ইতিহাস ১ম পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • উমাইয়া বংশের প্রতিষ্ঠাতার নাম কী?
  • দুমাতুল জদালের রায় কার জন্য নৈতিক পরাজয় ছিল?
  • মুয়াবিয়া তার রাজধানী কুফা হতে কোথায় স্থানান্তর করেন?
  • হিমারীয় বলা হতো কাদের?
  • ইয়াজিদ কে ছিলেন?
  • আরব রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  • মুয়াবিয়ার মাতার নাম কী ছিল?
  • ইসলামের প্রথম নৌ অধ্যক্ষ ছিলেন–
  • মুয়াবিয়ার সময় ডাক বিভাগের প্রধান কর্মকর্তাকে কী বলা হতো?
  • মুয়াবিয়া (রা) কত বছর খলিফা ছিলেন?
  • আরব বিশ্বে কে সর্বপ্রথম সচিবালয় প্রতিষ্ঠা করেন?
  • ‘তিনি যেভাবেই খিলাফতে আসুন না কেন, তার যোগ্যতা সম্পর্কে কোন দ্বিমত নেই।’— এখানে কার কথা বলা হয়েছে?
  • মুসলিমকে হত্যা করেন কে?
  • ‘কারবালা’ কোথায় অবস্থিত?
  • কারবালার নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য দায়ী কে?
  • ভারত উপমহাদেশে ডাকব্যবস্থা চালু করেন শেরশাহ। ঠিক তেমনিভাবে মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম ডাকব্যবস্থা চালু করেন কে?
  • আবদুল মালিক মুখতারের বিরুদ্ধে কাকে প্রেরণ করেন?
  • ‘মসজিদ-উল-আকসা’ কে প্রতিষ্ঠা করেন?
  • আবদুল মালিক কত খ্রিষ্টাব্দে দামেস্কের উমাইয়া সিংহাসনে আরোহণ করেন?
  • কোন খলিফা সর্বপ্রথম টাকশাল স্থাপন করেন?
  • খলিফা ওয়ালিদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
  • আশীর্বাদের চাবি বলা হয় কোন উমাইয়া খলিফাকে?
  • সুলায়মানকে ‘আশীর্বাদের চাবি’ বলা হয় কেন?
  • জনাব শফিকের চার পুত্র ‘মেনহাজ গ্রুপের’ পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায়নসকলে তাকে Father of directors বলে ডাকে। জনাব শফিক কোন উমাইয়া শাসকের চরিত্রকে ইঙ্গিত করেছেন?
  • ‘সীমান্ত নামে একটি রাজ্যে অন্য রাজ্য থেকে বিদ্রোহীরা আসলে তাদেরকে আশ্রয় প্রদান করেন এবং বন্দর দিয়ে জাহাজ চলার সময় জলদস্যুরা জাহাজ লুণ্ঠন করলে অপর রাজ্যের ইসহাক নামের এক যোদ্ধা সীমান্ত রাজ্য আক্রমণ করেন। রাজা ইসহাকের সাথে কার মিল রয়েছে?
  • খলিফা ওয়ালিদের শাসনামলের সর্বাপেক্ষা গৌরবময় ও গুরুত্বপূর্ণ রাজ্য জয় কোনটি?
  • ওমর বিন আব্দুল আজিজ কত হিজরি সনে সিংহাসনে আরোহণ করেন?
  • কোন খলিফা সর্বপ্রথম ‘আমিরুল মুমেনীন’ উপাধি ধারণ করেন?
  • হিশাম কোন বংশের পৃষ্ঠপোষক হয়েছিলেন?
  • খাজার সম্প্রদায় আর্মেনিয়া ও মেসোপটেমিয়ায় আক্রমণ করে কত খ্রিষ্টাব্দে?
  • মারওয়ান কত খ্রিষ্টাব্দ পর্যন্ত আর্মেনিয়া ও মেসোপটেমিয়ার সফল শাসক ছিলেন?
  • সেনাপতি আবদুর রহমান কীভাবে মৃত্যুবরণ করেন?
  • দ্বিতীয় ওয়ালিদের শাসনকাল কোনটি?
  • কোন যুদ্ধে পরাজয়ের পর উমাইয়াদের পতন ঘটে?
  • উমাইয়া যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
  • উমাইয়া বংশের সর্বশেষ খলিফার নাম কী?
  • উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল?
  • উমাইয়া আমলে সর্বপ্রথম আরবি ব্যাকরণ রচনা করেন কে?
  • আরব জাতীয়তাবাদের উন্মেষ ঘটে কোন বংশের শাসনামলে?
  • উমাইয়া যুগে মুসলিম সভ্যতার কেন্দ্র হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল কোনটি?
  • Download our App Bissoy