এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • IAS-7 অনুযায়ী কোনটি অর্থসংস্থান কার্যক্রমের অন্তর্ভুক্ত?
  • লভ্যাংশ প্রদান কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?
  • চলতি বছরে বাবলা লি.-এর প্রদত্ত লভ্যাংশের পরিমাণ কত?
  • প্রতিষ্ঠানের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কত?
  • প্রতিষ্ঠানের পরিচালনসংক্রান্ত নগদ প্রবাহের পরিমাণ কত?
  • রূপা লি. এর পরিচালন ব্যয় ছিল ৯৫,০০০ টাকা। চলতি বছরে তাদের অগ্রিম খরচ কমেছে ৮,২০০ টাকা এবং প্রদেয় খরচ বৃদ্ধি পেয়েছে ৪,৮০০ টাকা। পরিচালনা খরচাবলি বাবদ নগদ প্রবাহের পরিমাণ কত টাকা?
  • নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়-
  • কোন বিবরণীতে নগদ আগমন ও নগদ বহির্গমন দেখানো হয়?
  • জনাব রহিমের ব্যবসায় পরোক্ষ পদ্ধতিতে পরিচালনা কার্যক্রম হতে সরবরাহকৃত অর্থের পরিমাণ কত টাকা?
  • জনাব রহিমের ব্যবসায় বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ আগমনের পরিমাণ কত টাকা?
  • পরোক্ষ পদ্ধতিতে কীভাবে পরিচালন নগদ প্রবাহ নির্ণয় করা হয়?
  • অনগদ লেনদেন কোনটি?
  • পরোক্ষ পদ্ধতি কোন বিবরণীর পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়?
  • কোন পদ্ধতিতে পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ নির্ণয় বেশ জটিল ও ঝামেলাপূর্ণ?
  • কোনটি নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যাবলিতে নিট আয়ের সাথে যোগ করা হয়?
  • পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে—
  • অর্থায়নসংক্রান্ত কার্যক্রমের নগদ প্রবাহের উদাহরণ কোনটি?
  • IAS-7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীতে নগদ কার্যক্রমকে কতভাগে দেখানো হয়?
  • বিনিয়োগসংক্রান্ত নগদ প্রবাহ কোনটি?
  • নগদ প্রবাহ বিবরণীতে প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য দেখা যায় কোন কার্যক্রমে?
  • বিনিয়োগ কার্যক্রম হতে নগদ আন্তঃপ্রবাহ হলো-
  • বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?
  • শেয়ারের বিনিময়ে ভূমি ক্রয় না করে নগদ টাকায় ক্রয় করলে এর প্রভাবে-
  • নগদ প্রবাহ বিবরণীর তাৎপর্যপূর্ণ অ-নগদ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  • নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্য নগদ প্রদান কোন কার্যক্রমের সাথে জড়িত?
  • পরিচালন কার্যক্রম হতে নিট নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ ৪৫,০০০ টাকা। স্থায়ী সম্পত্তি ক্রয় ও নগদ লভ্যাংশ পরিশোধ যথাক্রমে ২২,০০০ টাকা ও ১৯,৫০০ টাকা হলে, মুক্ত নগদ প্রবাহের পরিমাণ কত?
  • অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে-
  • কোম্পানিতে নগদ আগমনসংক্রান্ত লেনদেনসমূহ হচ্ছে-
  • কোম্পানির নিট নগদ প্রবাহ কত টাকা হবে?
  • পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে-
  • ব্যবসায়ে অনগদ লেনদেন কোনটি?
  • আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রকৃত করা হয়?
  • মেঘনা লি.-এর পরিচালন খরচ ছিল ১,০০,০০০ টাকা। চলতি বছরের অগ্রিম খরচাবলি হ্রাস হয়েছিল ৭,৬০০ টাকা এবং বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছিল ৩,৪০০ টাকা। পরিচালনসংক্রান্ত খরচাবলির নগদ প্রদানের পরিমাণ কত?
  • পরোক্ষ পদ্ধতি মোতাবেক কোনটি পরিচালনা কার্যক্রমের দফা নয়?
  • তানিশা অ্যান্ড কোং-এর নিট লাভের পরিমাণ ২,০০,০০০ টাকা। বছরান্তে মজুদপণ্যের পরিমাণ ২০,০০০ টাকা বৃদ্ধি পেলে এবং প্রদেয় হিসাবের পরিমাণ ১০,০০০ টাকা হ্রাস পেলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?
  • অনগদ ব্যয় হলো-
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ প্রদান নগদ প্রবাহ বিবরণীর কোন শ্রেণির কার্যাবলি?
  • নগদান প্রবাহ বিবরণী-
  • আন্তর্জাতিক হিসাব মান-৭ অনুযায়ী কোন বিবরণী প্রস্তুত করা হয়?
  • ইয়ারা লি.-এর নিট লাভ ১২,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ২,০০০ টাকা, বিনিয়োগ বিক্ৰয়জনিত লাভ ৫০০ টাকা, স্থায়ী সম্পত্তির অবচয় ১,৫০০ টাকা। ইরারা লি.-এর পরিচালন কর্মকাণ্ড হতে নগদ প্রবাহের পরিমাণ কত?
  • Download our App Bissoy