এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • চুক্তির অবর্তমানে অংশীদারের প্রদত্ত ঋণের সুদের হার কত?
  • করিমকে কত মাসের সুদ দিতে হবে?
  • একটি অংশীদারি কারবারে A, B ও C তিনজন অংশীদার। তাদের মুনাফা বণ্টনের অনুপাত ৩ঃ২ঃ১। বণ্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা হলে C এর মুনাফার পরিমাণ কত?
  • কোনটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি?
  • X, Y এবং Z একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৩ঃ২ঃ১। বণ্টনযোগ্য মুনাফা ১,০৮,০০০ টাকা হলে z এর মুনাফার পরিমাণ কত টাকা?
  • অংশীদারি কারবারের বিলোপ ঘটে-
  • B এর মুনাফার পরিমাণ কত?
  • ABC এর নতুন মুনাফা বণ্টন অনুপাত কত?
  • অংশীদারির ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
  • ক এর মুনাফার পরিমাণ কত?
  • যদি “খ” “গ” কে ন্যূনতম ৩০,০০০ টাকা মুনাফার নিশ্চয়তা দেয় তবে খ এর মুনাফার পরিমাণ কত হবে?
  • অংশীদারদের চলতি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে-
  • টম ও জেরি দুজন একটি ফার্মের অংশীদার। মূলধনের সুদ না ধরে তারা ব্যবসায়ের মুনাফা নির্ধারণ ও বণ্টন করে। মূলধনের সুদ না ধরার ফলে তাদের হিসাবে কী প্রভাব পড়বে?
  • বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের?
  • অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কোনটি?
  • কোনো অংশীদার প্রতি মাসের শুরুতে কারবার হতে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে মোট টাকার ওপর কত মাসের সুদ ধরা হয়?
  • ক, খ ও গ কোনো ব্যবসায়ের তিনজন অংশীদার এবং তাদের মুনাফা ক্ষতি বণ্টনের অনুপাত ৩ঃ২ঃ১। কারবারে ৩০,০০০ মুনাফা অর্জিত হলে খ এর মুনাফার অংশ কত টাকা?
  • ঋণের সুদের হার উল্লেখ না থাকলে অংশীদারি আইন অনুযায়ী শতকরা কত হারে ঋণের ওপর সুদ ধরা হয়?
  • বিধি তার অংশীদারি কারবারে বছরের মাঝামাঝি সময়ে ১,০০,০০০ টাকা ঋণ প্রদান করে। তার সুদের পরিমাণ কত টাকা?
  • উক্ত বছরে মূলধন অনুপাতে মুনাফা বণ্টিত হলে মুন কত টাকা মুনাফা পাবে?
  • বেতন সমন্বয়ের পরে মুনাফার পরিমাণ দেওয়া থাকলে স্টারের চলতি হিসাবের উদ্বৃত্ত কত হবে?
  • অংশীদারি কারবারে চুক্তির অবর্তমানে-
  • পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব দেখাতে পারে-
  • খ লাভের অংশ বাবদ কত টাকা পাবে?
  • লাভের নিশ্চয়তা ঠিক রাখতে ‘ক’ ব্যক্তিগতভাবে গ-কে কত টাকা প্রদান করবে?
  • A ও B দুজন অংশীদার। তারা ৩ঃ২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। উক্ত বছরে মুনাফা হয় ৮০,০০০ টাকা। B এর মুনাফার অংশ কত?
  • অংশীদারগণ প্রত্যেক মাসের মাঝামাঝি সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে। মোট উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হবে?
  • অংশীদারদের উত্তোলনের মোট সুদের পরিমাণ কত?
  • অংশীদারি কারবারের বণ্টনকৃত মুনাফা স্থির মূলধন পদ্ধতিতে কোন হিসাবে যায়?
  • চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা কীভাবে বণ্টন করা হয়?
  • অংশীদারি ব্যবসায়ে যে হিসাবের মাধ্যমে বাদ পড়া বিষয় ও ভুলসমূহ সমন্বয়সাধন করা হয় তাকে কী বলে?
  • অংশীদারদের চলতি হিসাব পৃথকভাবে সংরক্ষণ করার কারণ-
  • অংশীদারি ব্যবসায় কোন ব্যবসায়ের অনুরূপ?
  • আশা ও নিশা একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। তারা মূলধনের ওপর ১০% সুদ ধার্য করে। আশা কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। আশা কী ধরনের অংশীদার?
  • যে মূলধন অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দেনা-পাওনা দ্বারা হ্রাস-বৃদ্ধি পায় না তাকে কী বলে?
  • বৃষ্টি তার অংশীদারি কারবার হতে বার্ষিক ৪০,০০০ টাকা নগদ উত্তোলন করে। এছাড়া কারবার হতে ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা এখনও হিসাবভুক্ত হয়নি। বৃষ্টির উত্তোলনের ওপর ৫% হারে সুদ কত?
  • অংশীদারগণ প্রতি মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করলে উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হবে?
  • পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে উত্তোলনের সুদ-
  • অংশীদারের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কী?
  • প্রতি মাসের শেষে ২,০০০ টাকা করে সারা বছর উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ কত হবে?
  • Download our App Bissoy