এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • যদি কোনো ক্লাবের একজন আজীবন সদস্য মারা যান তাহলে তার নিকট হতে প্রাপ্ত চাঁদা কোথায় স্থানান্তর করা উচিত?
  • বর্তমানে ২৫ বছর বয়সি জনাব ‘এক্স’-এর নিকট হতে সোনালী ক্লাব আজীবন সভ্যের চাঁদা বাবদ ২,৪০,০০০ টাকা গ্রহণ করে। জনাব ‘এক্স’-এর আনুমানিক আয়ুষ্কাল ৮৫ বছর। প্রতিবছর কত টাকা করে মুনাফাজাতীয় আয় হিসাবে দেখাতে হবে?
  • নকশী ক্লাবের হিসাব হতে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে :
  • অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উৎস কোনটি?
  • অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসাবের জোর দিয়ে বোঝায়-
  • চলতি বছরের বকেয়া বেতন ৫,০০০ টাকা এবং বিগত বছরের বকেয়া বেতন ২,৫০০ টাকা সমন্বয়সাধনের পর আয়-ব্যয় হিসাবে বেতন বাবদ ব্যয় ১৮,০০০ টাকা দেখানো হয়। প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদত্ত বেতন কত টাকা ছিল?
  • প্রারম্ভিক মূলধন তহবিলে সম্পত্তির পাশে চাঁদা বাবদ কত টাকা দেখানো হবে?
  • ২০১৮ সালের বকেয়া চাঁদার পরিমাণ কত?
  • মূলধন তহবিল বলতে কী বোঝ?
  • চলতি বছরের বকেয়া বেতন খরচ ৩,০০০ টাকা এবং গত বছরের বকেয়া বেতন ২,৫০০ টাকা, প্রাপ্তি প্রদান হিসাবের বেতনের খরচের পরিমাণ ১৩,০০০ টাকা। বেতন খরচের পরিমাণ কত?
  • প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য কী পরিমাণ চাঁদা সম্পত্তির পার্শ্বে দেখানো হবে?
  • অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মোট দায় অপেক্ষা প্রারম্ভিক মোট সম্পত্তির বাড়তিকে কী বলা হয়?
  • প্রাপ্তি ও প্রদান হিসাব সাধারণত কোন জের প্রকাশ করে?
  • অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে কোনো ক্লাবের আয়ের প্রধান উৎস কোনটি?
  • চলতি বছরে চাঁদা বাবদ মোট কত টাকা হিসাবভুক্ত হবে?
  • পরবর্তী বছরের অগ্রিম চাঁদা হিসাবভুক্ত হবে-
  • মূলধনজাতীয় প্রাপ্তি ও প্রদান দ্বারা কী বোঝায়?
  • অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদান বই বলতে বোঝায়—
  • চলতি বছরে চাঁদা প্রাপ্তি ৬০,০০০ টাকা, যার মধ্যে ৬,০০০ টাকা বিগত বছরের এবং ৮,০০০ টাকা পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা ১০,০০০ টাকা অনাদায়ি রয়েছে। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শিত হবে?
  • মূলধন তহবিল অব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি —
  • প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্তকে কী বলা হয়?
  • সমন্বয়ে পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি উল্লেখ থাকলে-
  • আয়-ব্যয় হিসাবে কোনটি দেখানো হয় না?
  • কোনটি মূলধনজাতীয় ব্যয়?
  • অ-নগদ লেনদেন লিপিবদ্ধ হয় না-
  • নয় মাসের অফিস ভাড়া প্রদত্ত হয়েছে ২৯,২৫০ টাকা। এক বৎসরে বকেয়া আড়ার পরিমাণ কত?
  • ঊষা সেবা সংঘের মোট সদস্যসংখ্যা ৮৯০ জন। বার্ষিক চাঁদার হার সদস্যপ্রতি ৫০ টাকা। চলতি বছরে ৯০ জন সদস্য এখনও চাঁদা প্রদান করেনি। আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখানো যাবে?
  • অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের আয়ের প্রধান উৎস-
  • পরবর্তী বছরের চাঁদা চলতি বছর পাওয়া গেলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে কী হিসাবে বিবেচিত হয়?
  • অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ অবস্থা জানা যায় কোন হিসাবের মাধ্যমে?
  • চলতি বছরের প্রাপ্ত চাঁদা ২০,০০০ টাকা যার মধ্যে বিগত বছরের ২,০০০ টাকা এবং পরবর্তী বছরের ৩,০০০ টাকা অন্তর্ভূক্ত আছে। এছাড়া চলতি বছরের চাঁদা ৪,০০০ টাকা বকেয়া আছে। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা আয় কত টাকা দেখানো হবে?
  • আজীবন সদস্য –
  • বিগত বছরের অনাদায়ি চাঁদা চলতি বছরেও অনাদায়ি আছে। এর সঠিক প্রয়োগ হচ্ছে-
  • বিগত বছরের বকেয়া আয়ের কিছু অংশ চলতি বছর আদায় হয়েছে, এ জাতীয় দফার জন্য প্রভাবিত হবে-
  • অগ্রিম চাঁদাপ্রাপ্তি ৮,০০০ টাকা হিসাবভুক্ত হবে-
  • প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট পার্শ্বে ৫% ঋণের ছয় মাসের সুদের পরিমাণ ৩,৯০০ টাকা। ঋণের পরিমাণ কত?
  • অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনজাতীয় আয়সমূহ হিসাবভুক্ত হয়-
  • প্রাপ্তি ও প্রদান হিসাবে মজুরি বাবদ প্রদান ৫০,০০০ টাকা, যার মধ্যে অগ্রিম মজুরি ২,০০০ টাকা। বছর শেষে মোট মজুরির ১/৫ অংশ বকেয়া থাকলে সংশ্লিষ্ট মোট মজুরি ও বকেয়া মজুরির পরিমাণ হবে-
  • ভাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী প্রভৃতি পেশাজীবীদের প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ?
  • অমুনাফাভোগী অ-ব্যবসায়ী প্রতিষ্ঠানে-
  • Download our App Bissoy