এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে কোনটি করা হয়?
  • নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?
  • বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো, সঠিক জাবেদা দাখিলা কোনটি?
  • জাবেদাকে কী বলা হয়?
  • তালিকা মূল্যের ওপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে কী বলে?
  • ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলে দু’ঘরা নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
  • বাট্টা প্রাপ্তির সঠিক জাবেদা কোনটি?
  • জনাব সাহেদের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ২৫,০০০ টাকা। ১০ জানুয়ারি তারিখে পণ্য বিক্রয় করে। ১০,০০০ টাকার ১টি চেক পেয়ে ব্যাংকে জমা করেন। ২০ জানুয়ারি তারিখে চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলে কোনটি বৃদ্ধি পাবে?
  • দুতরফা দাখিলার উৎপত্তি কাল কোনটি?
  • হিসাববিজ্ঞান কাজের ধারাবাহিক আবর্তনকে কী বলা হয়?
  • উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
  • চৈতি ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত?
  • ৮ জানুয়ারি তারিখে প্রদেয় হিসাবটি বাট্টায় পরিশোধের ফলে, চৈতি ট্রেডার্সের-
  • সমজাতীয় লেনদেনসমূহ পৃথক শিরোনামে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
  • সেতু এন্ড সন্স এর অগ্রদত্ত অর্থের পরিমাণ ১২০০ টাকা, জানুয়ারি মাসে খরচের পরিমাণ ১,০০০ টাকা, ফেব্রুয়ারি মাসে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে কত টাকা পাবেন?
  • ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে, জাবেদা দাখিলা হবে-
  • উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
  • জনাব মিজানের ক্রয় হিসাবে কত টাকা লেখা হবে?
  • জনাব মিজান নগদ কত টাকা পরিশোধ করেন?
  • অনুপার্জিত সেবা আয় কারবারের একটি
  • ব্যবসায়ের অ-নগদ লেনদেন কোনটি?
  • জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা?
  • ১,০০,০০০ টাকার লেনদেনের দ্বারা জনাব মুশফিকের কী বৃদ্ধি পেয়েছে?
  • মালিক কর্তৃক বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন করলে কী জাবেদা হবে?
  • সহকারী খতিয়ানের ডেবিট জের দ্বারা কী বোঝায়?
  • সম্পদের অবচয়-
  • ব্যবসায়ের মূলধন হ্রাস পাওয়ার কারণ হচ্ছে-
  • কোন দলিলের ওপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়?
  • দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে হিসাব রাখা শুরু হয় কোথায়?
  • মি, জীবনের দায় ছিল ৩০,০০০ টাকা এবং মূলধন ছিল ৪০,০০০ টাকা। যদি দায় ১০,০০০ টাকা হ্রাস পায় এবং সম্পত্তি ১০,০০০ টাকা, বৃদ্ধি পায়, তবে মূলধন কত হবে?
  • কোনটিকে লেনদেনের তথ্যভা-ার বলা হয়?
  • ‘মালিকের ব্যক্তিগত তহবিল হতে কর্মচারীদের বেতন প্রদান’। লেনদেনটির জাবেদা হবে-
  • মূলধনের সুদ কারবারের জন্য কী?
  • উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
  • জনাব আরমানের প্রারম্ভিক মূলধন কত?
  • জনাব আরমানের নগদান হিসাবের জের কত?
  • হিসাব সমীকরণে (A = L + OE) OE এর বর্ধিত অংশের সঠিক রূপ কোনটি?
  • বাংলাদেশে ভ্যাট আইন চালু হয় কোন সালে?
  • জার (Jour) শব্দের অর্থ কী?
  • জনাব হাফিজ ৬০,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণের ফলে লেনদেনটিতে লিপিবদ্ধ হবে-
  • Download our App Bissoy