এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • Management শব্দটি কোন দেশের শব্দ থেকে এসেছে?
  • ইংরেজি ‘Management’ শব্দের সমার্থক শব্দ কী?
  • রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন?
  • 6M বলতে বোঝায়–
  • বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে?
  • ব্যবস্থাপনা উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়-
  • ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কোনটি?
  • Espirit de corps একটি—
  • ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয় গভীরভাবে জড়িত?
  • বিশুদ্ধ কর্মভিত্তিক সংগঠন প্রয়োগের পরামর্শ দিয়েছেন—
  • Henry Fayol ব্যবস্থাপনার কার্যাবলিকে কয়ভাগে ভাগ করেছেন?
  • ফেয়লের মতে ব্যবস্থাপনার নীতি কয়টি?
  • F. W Tailor-এর পুরো নাম কোনটি?
  • ব্যবস্থাপনার কাজগুলো কীভাবে আবর্তিত হয়?
  • ব্যবস্থাপনার সর্বপ্রথম ও সর্বশেষ কাজ কোনটি?
  • কোনটি পেশাবহির্ভূত?
  • প্রশাসনের হৃৎপিণ্ড হলো-
  • হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাসকরণকে কী বলে?
  • ব্যবস্থাপনা চক্রের দ্বিতীয় কাজটি কী?
  • ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি?
  • ব্যবস্থাপনার কোন কাজ দুটিকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা হয়—
  • ব্যবস্থাপনা বিষয়ে কোন মনীষীর লেখা পাশ্চাত্য জগতে সমাদৃত হয়েছে?
  • একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ব্যক্তি— এটা হেনরি ফেয়লের প্রদত্ত কোন মূলনীতি?
  • কোন সভ্যতায় ব্যবস্থাপনা উন্নয়নের সূত্রপাত হয়?
  • “The code of Hummurabi” কোন সভ্যতার—
  • হযরত মুসা (আঃ)-এর ভূমিকা কোন সভ্যতায়—
  • চৈনিক সভ্যতায় অবদান ছিল কার?
  • কোন দার্শনিক ব্যবস্থাপনাকে সর্বজনীন হিসেবে অভিহিত
  • “ইউটোপিয়া” নামক গ্রন্থ কার লেখা-
  • ‘Wealth of Nation’ নামক গ্রন্থের লেখক কে?
  • হেনরি ফেয়ল-এর জন্মস্থান কোথায়?
  • সংগঠন কী নির্দেশ করে?
  • হেনরি ফেয়ল-এর প্রথম নীতি কী?
  • বিভাগীয় ব্যবস্থাপকরা কোন স্তরের ব্যবস্থাপক?
  • উৎপাদন ও বিক্রয় ব্যবস্থাপকদের অবস্থান নির্দেশ করে কোন পর্যায়ের ব্যবস্থাপক?
  • ‘ব্যবস্থাপনা কলা’ কী নির্দেশ করে?
  • ‘ব্যবস্থাপনা বিজ্ঞান’ কী নির্দেশ করে?
  • কোনটি সান জু (Sun Zu) এর রচনা?
  • “অর্থশাস্ত্র” কার লেখা?
  • Download our App Bissoy