এইচএসসি বাংলা - সাহিত্য পাঠ তাহারেই পড়ে মনে লিখিত প্রশ্ন

  • ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির যে বিষাদঘন একাকিত্বের বিষয়টি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা কর।
  • “অলখের পাথার বাহিয়া”- চিত্রকল্পটির মর্মার্থ ব্যাখ্যা কর।
  • ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীত ঋতুকে কীসের সাথে তুলনা করা হয়েছে? ব্যাখ্যা কর।
  • প্রিয়জন হারানোর বেদনা কীভাবে মানুষের মনে ছায়াপাত করে?- ‘তাহারেই পড়ে মনে’ কবিতাবলম্বনে তা বর্ণনা করো।
  • “হে কবি নীরব কেন?” -কবি কোন কারণে নীরব?
  • ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি নাটকীয় গুণসম্পন্ন। সংক্ষেপে ব্যাখ্যা কর।
  • ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বসন্তের আগমনে কবি উদাসীন কেন?
  • ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রকৃতির সৌন্দর্য ও কবির মনের অবস্থার মধ্যে কোনটি প্রধান হয়ে উঠেছে বলে তুমি মনে কর? কেন?
  • “তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।” – পঙ্ক্তি দুটি বুঝিয়ে লেখ।
  • ‘তাহারেই পড়ে মনে’ কবিতা অবলম্বনে সংক্ষেপে বসন্ত ঋতুর বর্ণনা দাও।
  • ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় শীতের রিক্ততার মধ্যে কবির অতীত জীবনের যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা লেখ।
  • “কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী- গিয়াছে চলিয়া ধীরে - পুষ্পশূন্য দিগন্তের পথে - রিক্ত হস্তে !”-ব্যাখ্যা কর।
  • “অলখের পাথার বাহিয়া - তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?”-ব্যাখ্যা কর।
  • বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন কেন?
  • Download our App Bissoy