এইচএসসি বাংলা - সাহিত্য পাঠ ফেব্রুয়ারি ১৯৬৯ লিখিত প্রশ্ন

  • লোকজন বিপ্লবে ফেটে পড়েছে কেন?
  • এখনো বীরের রক্তে দুখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল – বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যকায়-ব্যাখ্যা কর।
  • ‘আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে।’ কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে?
  • কৃষ্ণচূড়াকে স্মৃতিগন্ধে ভরপুর বলা হয়েছে কেন?
  • “সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা”-ব্যাখ্যা কর।
  • “চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ” -ব্যাখ্যা কর।
  • “সেই ফুল আমাদেরই প্রাণ”-ব্যাখ্যা কর।
  • উনিশশো ঊনসত্তরেও সালাম আবার রাজপথে নামে কেন?
  • “জীবন মানেই…অন্যায়ের প্রতিবাদে শূন্যে মুঠি তোলা।” – উল্লিখিত চরণ দ্বারা কী বোঝানো হয়েছে?
  • পলাশতলীর কৃষক কেন গণআন্দোলনে ভিড় জমিয়েছিল?
  • ‘এ-রঙের বিপরীত আছে অন্য রং’ বলতে কী বোঝানো হয়েছে?
  • ‘ফুল নয়, ওরা শহিদদের ঝলকিত রক্তের বুদ্বুদ’ বলতে কী বোঝানো হয়েছে?
  • একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং কেন?
  • ‘সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা’- কেন বলা হয়েছে?
  • ‘সেই ফুল আমাদেরই প্রাণ’- কেন বলা হয়েছে?
  • “সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা”- বলতে কী বোঝানো হয়েছে?
  • “ফুল নয়, ওরা শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ”-ব্যাখ্যা কর।
  • Download our App Bissoy