এইচএসসি বাংলা ১ম পত্র সুচেতনা এমসিকিউ প্রশ্ন

  • কবি জীবনানন্দ দাশের বিশ্বাস মতে সুচেতনা—
  • ‘মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে’ উক্তিটিতে প্রকাশ পেয়েছে—
  • উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে—
  • ‘হেরার তোরণ মিলবে সম্মুখে জানি’—উক্তির সাথে ‘সুচেতনা’ কবিতার কোন চরণের সাদৃশ্য লক্ষ করা যায়?
  • জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন?
  • জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • জীবনানন্দ দাশের জন্মতারিখ কোনটি?
  • জীবনানন্দ দাশের পিতার নাম কী?
  • জীবনানন্দ দাশের মায়ের নাম কী?
  • জীবনানন্দ দাশের পিতা কোন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন?
  • ব্রজমোহন স্কুল কোথায় অবস্থিত?
  • জীবনানন্দ দাশ কার কাছে কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করেন?
  • জীবনানন্দ দাশ কোন পেশায় নিযুক্ত ছিলেন?
  • জীবনানন্দ দাশ কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
  • জীবনানন্দ দাশ তাঁর কবিতায় কেমন জগৎ নির্মাণ করেন?
  • নিসর্গের সঙ্গে কী যুক্ত হয়ে জীবনানন্দের হাতে অনন্যসাধারণ কবিতাশিল্প রচিত হয়েছে?
  • কোন দিক দিয়ে জীবনানন্দ দাশের কবিতা তুলনারহিত?
  • জীবনানন্দ দাশের কবিতাকে ‘চিত্ররূপময়’ বলে আখ্যা দিয়েছেন কে?
  • জীবনানন্দের কবিতাকে রবীন্দ্রনাথের ‘চিত্ররূপময়’ বলার কারণ কী?
  • বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কী বলে আখ্যা দিয়েছেন?
  • জীবনানন্দ দাশের কোন ধরনের কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  • কবি ছাড়াও জীবনানন্দ দাশের পরিচয় রয়েছে কী হিসেবে?
  • কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
  • ‘বেলা অবেলা কালবেলা’ জীবনানন্দ দাশের কী ধরনের গ্রন্থ?
  • ‘রূপসী বাংলা’ জীবনানন্দ দাশের কী ধরনের গ্রন্থ?
  • ‘কবিতার কথা’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে?
  • ‘মাল্যবান’ উপন্যাসটি কে রচনা করেন?
  • ‘সতীর্থ’ জীবনানন্দ দাশের কী ধরনের গ্রন্থ?
  • জীবনানন্দ দাশের লেখা উপন্যাসের সংখ্যা কতটি?
  • জীবনানন্দ দাশ কোথায় মৃত্যুবরণ করেন?
  • জীবনানন্দ দাশের মৃত্যুর কারণ কোনটি?
  • জীবনানন্দ দাশের মৃত্যুতারিখ কোনটি?
  • ‘সুচেতনা’ শব্দটি কবি কী অর্থে ব্যবহার করেছেন?
  • কবির ভাবনায় সুচেতনা কীসের সঙ্গে তুলনীয়?
  • জীবনানন্দ দাশ সুচেতনাকে দূরতর দ্বীপ রূপে কল্পনা করেছেন কেন?
  • ‘সুচেতনা’ কবিতায় দূরতর দ্বীপটি কোথায় অবস্থিত?
  • দারুচিনি-বনানীর ফাঁকে কী আছে?
  • কোনটি পৃথিবীর শেষ সত্য নয়?
  • এই পৃথিবীর রণ রক্ত সফলতাকে কবি শেষ সত্য বলে স্বীকার করেন না কেন?
  • ‘রণ রক্ত সফলতা; বলতে কী বোঝানো হয়েছে?
  • Download our App Bissoy