এইচএসসি বাংলা ১ম পত্র সিরাজউদ্দৌলা নাটক এমসিকিউ প্রশ্ন

  • মোহাম্মদি বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?
  • ‘স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারে নি’ বলতে কার কার কথা বোঝানো হয়েছে?
  • উদ্দীপকের বিপথগামী সেনা সদস্যদের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের মিল পাওয়া যায়?
  • সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন?
  • সিকান্দার আবু জাফর কোন সাময়িক পত্রিকার সম্পাদক ছিলেন?
  • সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব পালন করেন? তার সম্পাদিত পত্রিকাটির নাম কী?
  • কলকাতা রিপন কলেজের বর্তমান নাম কী?
  • সিকান্দার আবু জাফর রচিত ‘সিরাজউদ্দৌলা’ নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
  • সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির রচনাকাল কত সালে?
  • ‘আমাদের সংগ্রাম চলবেই’- গানটির রচয়িতা কে?
  • ‘আমাদের সংগ্রামক চলবেই’-গানটি কখন রচিত হয়?
  • সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান?
  • সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
  • কত তারিখে সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন?
  • ‘ড্রামা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  • নাটকের যথার্থ পরিবেশনা স্থল কোনটি?
  • সাহিত্যের কোন মাধ্যমটির নাটকের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে?
  • শুরুতেই নাটকের কীসের আভাস দেয়া থাকে?
  • নাটককে মুখ্যত কয় ভাগে ভাগ করা যায়?
  • শ্রেণীকরণের মধ্যে কোন ধরনের নাটক সর্বোচ্চ আসনের অধিকারী?
  • ট্রাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে?
  • দুর্বল ট্রাজেডি নাটক সাধারণত কীসে পরিণত হয়?
  • ব্যক্তি ও সমাজের নানা দোষ-ত্র“টিকে ব্যঙ্গ ও বিদ্রুপমূলকভাবে কোন ধরনের নাটকে প্রকাশ করা হয়ে থাকে?
  • বাংলা নাটকের সর্বপ্রথম অভিনয় হয় কবে?
  • ‘শর্মিষ্ঠা’ নাটকের রচয়িতা কে?
  • নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলা নাটককে বিশ্বমানের স্বাতন্ত্র্যে উন্নীত করেন কে?
  • কোন ধরনের নাটক কেন্দ্রীয় চরিত্র সর্বদাই সামান্ত শ্রেণির প্রতিনিধি হয়ে ওঠে?
  • সিরাজউদ্দৌলা নাটকে সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলাকে কী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন?
  • কোন দশকে সিরাজউদ্দৌলাকে নিয়ে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়েছে?
  • সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছিলেন কে?
  • সিরাজউদ্দৌলা নাটকটি কোন রসাত্মক?
  • ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সমাপ্তি ঘটেছে কীভাবে?
  • সিরাজউদ্দৌলা’ ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কীসের শিল্প মানসকে সম্পর্ক করেছে?
  • ‘সিরাজউদ্দৌলা’ নাটক রচনায় লেখক গ্রিক বা শেকসপিয়রীয় ট্রাজেডির ব্যাকরণ মানেন নি কেন?
  • ইউরোপীয়রা ভারতে এসেছিল কেন?
  • ইউরোপীয়রা ভারতকে বাণিজ্যের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল কেন?
  • কলম্বাস কোন দেশ আবিষ্কার করার উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেছিল?
  • ভাস্কো দা গামা কী ছিলেন?
  • ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছেছিলেন?
  • Download our App Bissoy