এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা এমসিকিউ প্রশ্ন

  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?
  • রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত?
  • ‘গল্পগুচ্ছে’ কতটি গল্প সংকলিত হয়েছে?
  • রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন কেন?
  • কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ?
  • ‘কাজী নজরুল ইসলাম ছোটগল্পের পাশাপাশি উপন্যাসও লিখেছেন।’ কাজী নজরুল ইসলামের সাথে কার সাদৃশ্য রয়েছে?
  • রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকে যেসব ছোটগল্প লিখেছেন সেখানে কী প্রাধান্য পেয়েছে?
  • রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
  • অনুপম কার হাতে মানুষ?
  • অনুপমের মা কেমন ঘরের মেয়ে?
  • কাকে দেখলে অনড়বপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে?
  • অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?
  • কন্যার পিতামাত্রেই কী স্বীকার করবেন?
  • অনুপম নিতান্তই ভালো মানুষ কেন?
  • কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল?
  • ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল?
  • অনুপমের বন্ধুর নাম কী?
  • হরিশ কোথায় কাজ করে?
  • হরিশ ছুটিতে কোথায় এসেছিল?
  • অনুপমের ‘মন উতলা’ বলতে কী বুঝানো হয়েছে?
  • ‘অপরিচিতা’ গল্পে অনুপম ‘এই অবকাশ’ বলতে কোন সময়ে বোঝানো হয়েছে?
  • কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?
  • হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?
  • কার মন ছিল তৃষার্ত?
  • মামা কাকে পেলে ছাড়তে চান না?
  • কথাটা কার বৈঠকে উঠল?
  • মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের দেশত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কী?
  • ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?
  • পশ্চিমে মেয়ের বাবা কী অবস্থায় থাকেন?
  • বরের হাট মহার্ঘ কেন?
  • অনুপমের মামার মন নরম হলো কেন?
  • ‘অপরিচিতা’ গল্পে ‘বিবাহের ভূমিকা-অংশটা’ বলতে কী বোঝানো হয়েছে?
  • কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন?
  • ‘অপরিচিতা’ গল্পের কথকের মনের মধ্যে কী ইচ্ছা ছিল?
  • অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?
  • বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?
  • বিনুদার ভাষাটা কেমন?
  • বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?
  • ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার নাম কী?
  • বিয়ের কত দিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন?
  • Download our App Bissoy