অনার্স সামষ্টিক অর্থনীতি ২য় অধ্যায়ঃ জাতীয় আয় ও হিসাব । লিখিত প্রশ্ন

  • GNP এর পূর্ণরূপ কি?
  • GNP Gap বা ব্যবধান কাকে বলে?
  • NNP- এর পূর্ণরুপ কি?
  • NNP এর সূত্রটি লেখ।
  • CCA এর পূর্ণরূপ কি?
  • GDP এর পূর্ণরূপ কি?
  • NDP ( নিট দেশজ উৎপাদন) বের করার সূত্রটি কি?
  • মোট দেশজ উৎপাদন (GDP) কি?
  • অর্থনীতির প্রধান দুটি খাত কি কি ?
  • GNP ও GDP কখন সমান হতে পারে?
  • নীট রপ্তানি কি?
  • ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের চারঘাত বিশিষ্ট সমীকরণটি লিখ।
  • Leake age কি?
  • CCA বা মূলধনের ব্যবহারজনিত ব্যয় কি?
  • NNP = 1200, CCA = 200, হলে GNP = কত?
  • NEW এর পূর্ণরূপ কি?
  • পরিবারসমূহের আয় দ্রব্য ব্যবহারের মাধ্যমে ফার্মে প্রবেশ করলে এটিকে কি প্রবাহ বলা হয়?
  • মুক্ত অর্থনীতিতে জাতীয় আয়ের আগমন ও নির্গমন চলকগুলো কি?
  • অবসর ভাতা, বেকার ভাতা, সাহায্য ইত্যাদি হল-
  • জাতীয় আয়ের চক্রাকার প্রবাহে কত ধরনের বাজার থাকে ও কি কি?
  • তিন সেক্টর বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ধারনী মডেল লিখ।
  • স্থির দামে জাতীয় আয় কি?
  • উপকরন দামে জাতীয় আয় কাকে বলে?
  • ব্যক্তিগত আয় (PI) কাকে বলে?
  • ব্যয়যোগ্য আয় (DI) কাকে বলে?
  • বাস্তব GNP কি?
  • লুক্কায়িত GNP কি?
  • নীট জাতীয় উৎপাদন (NNP) কি?
  • GNP Deflator কি?
  • জাতীয় আয় একটি কি ধারনা?
  • ওকান বিধি অনুসারে বেকারত্ব 1% কমাতে হলে প্রকৃত GNP বৃদ্ধির হার কত?
  • প্রবৃদ্ধি ও বেকারত্ব হারের মধ্যকার সম্পর্ক কোন বিধিতে আলোচনা করা হয়?
  • Potential GNP ও বাস্তব GNP পরস্পর সমান হলে অর্থনীতিতে কি ধরনের বেকারত্ব বিরাজ করে?
  • হস্তান্তরিত পাওনা জাতীয় আয়ের হিসাবে কি ধরা হয়?
  • আয় প্রবাহ থেকে নির্গমনকে বলা হয়?
  • জাতীয় আয় গণনার পদ্ধতি কয়টি ও কি কি?
  • মাথাপিছু আয় বের করার সুত্র
  • জাতীয় আয়ের চক্রকার প্রবাহ কয় প্রকার ও কি কি?
  • প্রকৃত প্রবাহ কয় প্রকার?
  • আর্থিক প্রবাহ কয় প্রকার ও কি কি?
  • Download our App Bissoy