RolandsFahimRF এর প্রশ্ন এবং ব্লগসমূহ

বিঃদ্রঃ ফোনটির দাম না জেনে কেউ উত্তর দিবেন না।অনেক নেটে সার্চকৃত উত্তর দেয়।এসব নেটের দাম থেকে বিরত থাকুন
এখন কি করলে এটি ভালো হবে।আর এটি কি কোনো সমস্যা।আমার হস্তমৈথুন করে এই অবস্থা।
এখন প্রশ্ন হলো আমাদের ১ম সাময়িক পরীক্ষায় যে পাঠ্যবইয়ের অধ্যায়গুলো ছিল,সেগুলো কি বার্ষিক পরীক্ষার সময় পুনরায় সে অধ্যায়গুলো+বার্ষিক পরিক্ষায় যে অধ্যায়গুলো সিলেবাসে রয়েছে সেগুলো পড়বে?প্লিজ যদি কারো জানা থাকে,তাহলে প্লিজ জানাবেন?
আমাকে লম্বা হওয়ার জন্য কি কি ব্যায়াম করতে হবে?আর ব্যায়াম করার পর কি খাবার খেতে হবে?কোন শাকসবজি+ফলমূল+খাবার খেলে লম্বা হবো?আমার বুক পেটের সাথে লেগে আছে।তাই বুক চওড়া আর উচু করার জন্য পুশআপ ব্যায়াম করলে কি আমার কোনো সমস্যা হবে?আর আমি খুব রোগা,আয়নার সামনে নিজেকে দেখলে খুব খারাপ লাগে?এজন্য কি করতে পারি।মুখের চাপা ভাঙ্গা দূর করতে কি ট্যাবলেট সেবন করব?আশা করি সঠিক উত্তর পাব? অগ্রিম ধন্যবাদ