Ariful এর প্রশ্ন এবং ব্লগসমূহ

<p> অন্যের কবরে কিভাবে শায়িত করা হয়? ভাইয়ের কবরের পাশে শায়িত না লিখে ভাইয়ের কবরে শায়িত লেখা হল কেন।<img src="https://www.bissoy.com/media/images/forum/1615307299.jpg" style="max-width: 400px;max-height:600px" /> </p>
<p>মধু কিনলাম। ৩ দিন পর দেখি পুরোই জমে গেছে। নিচের তলানি শুধু নয় সম্পুর্নই জমে গেছে। খেতে টেস্ট মধুর মতই। মধু নাকি অন্য কিছুর সাথে মধুর ফ্লেভার দেয়া বুঝতেছি না</p>
<p> Bissoy Answers এর এই লেখাটি পড়তে শুরু করার জন্য আপনাকে সুস্বাগত জানাচ্ছি। </p> <p> <br />প্রশ্ন থেকে উত্তরের মাধ্যমে বাংলা ভাষায় তথ্য সমৃদ্ধ করতে আমরা বিস্ময় এনসারস শুরু করেছি ২০১৩ সালে। এ পর্যন্ত প্রায় ১৪ লাখ প্রশ্ন দুইশত ছত্রিশ কোটি(236 8369440) বারেরো বেশি বার দেখা হয়েছে। এ কৃতিত্ব বিস্ময় এনসারস এর সকল প্রশ্ন ও উত্তর দাতাদের। প্রশ্নকর্তা ও উত্তরদাতারা প্রশ্ন-উত্তর করেছিলেন বলেই এত কোটি বার দেখা হয়েছে এবং বাংলা ভাষায় প্রশ্ন উত্তরে কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছে।&nbsp; </p> <p> বাংলা ভাষায় প্রশ্ন উত্তরকে আরো বেশি সমৃদ্ধ করতে আমরা উপহার সিস্টেম চালু করেছি। এর মাধ্যমে প্রতিটি মানসম্মত উত্তরকেই নুন্যতম একটি চকলেট উপহার দেয়া হচ্ছে বিস্ময় এর পক্ষ থেকে। এর পরেও বিস্তারিত উত্তরের জন্য কফি আইসক্রিম ও বার্গার উপহার দেয়া হয়ে থাকে। ইন্টারনেট দুনিয়ার বাকি মানুষের কাছে উপহার পাবার সুযোগ তো থাকছেই। আপনিও বাংলা ভাষায় তথ্য সমৃদ্ধ করার লক্ষ্যে বিস্ময় এর সাথে কাজ করতে পারেন। তাহলে আজই প্রশ্ন উত্তর শুরু করে দিন বিস্ময় এ। <br /><br /> </p> <ul> <li> আপনার যদি জ্ঞানের পরিধী ভালো হয়ে থাকে অথবা নেট ঘেটে উত্তর বের করতে পারেন তাহলে যে কোন প্রশ্নের উত্তর দিতে পারেন। </li> <li> আপনার যদি অতো জানাশোনা না থাকে তাহলে আপনি যে শ্রেণির লেখাপড়া করতেছেন সেই শ্রেণির পাঠ্যপুস্তকের প্রশ্ন-উত্তর বিস্ময় এ লিখতে পারেন। </li> <li> যেকোন বিষয়ের ব্লগ লিখতে পারেন।&nbsp; </li> </ul> <p> <br />প্রশ্ন করার পুর্বে দেখে নিন আপনি যে প্রশ্ন করতে যাচ্ছেন সেই প্রশ্নটি বিস্ময় এ আগে থেকেই আছে কিনা। <br /> </p>

1,436,676

প্রশ্ন

1,607,209

উত্তর

480,655

ব্যবহারকারী