প্রেসমেকার হচ্ছে একটি যন্ত্র যা হার্টে পরানো হয়। এটি বৈদ্যুতিক পালস সৃষ্টি করে হার্টে ছড়িয়ে দেয় ফলে দুর্বল হার্ট যা নির্দিষ্ট গতিতে পাম্প করতে পারেনা সেই হার্ট বৈদ্যুতিক পালসের প্রভাবে
নির্দিষ্ট গতিতে পাম্প করে রক্ত সরবরাহ করে। অবশ্যই বৈদ্যুতিক পালস হবে সুস্থ্য মানুষের হার্টের পাম্প করার গতির সমান, যদিও যাকে পরানো হয় তার বংশের কোন সুস্থ্য ব্যক্তির হার্টের গতির সমান হিসাব সেট করেই পরায়(একাজটা অবশ্য কম)