আচ্ছা আমরা সবাই বলি যে দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফল হলো আছে আয়তন।।
কথাটা ১০০% সত্যি।
কিন্তু দেখেন অনেকগুলা বিন্দু মিলে একটা রেখা যা একমাত্রিক।।অনেকগুলো রেখা পর পর মিলে তৈরি হয় তল যা দ্বিমাত্রিক।
অনেকগুলা তল একে অপরের উপর মিলে তৈরি হয় ঘনবস্তু যা ত্রিমাত্রিক তাই তো।
কিন্তু দেখেন
m+m=2m
m×m=m^2
m+m+m=3m
m×m×m=m^3
তাই তো ।মানে গুন করলে পরিবর্তন হয় একক ।।কিন্তু যোগ করলে একক পরিবর্তন হয় না ঠিক তো।
কিন্তু দেখেন ঘনবস্তুর আয়তনের একক=m^3
ক্ষেত্রফল×উচ্চতা=m^2×m=m^3
কিন্তু অনেকগুলা তল(ক্ষেত্রফল:--যদিও তল মানে ক্ষেত্রফল না।তলের হিসাব ক্ষেত্রফল) মিলে একে অপরের উপর বসে বসে একটা উচ্চতা তৈরি করে যার ফলে ঘনবস্তুর আয়তন হয়।।
কিন্তু সব ক্ষেত্রফল গুলা যোগ করলেই তো আয়তন পাই।।
::ক্ষেত্রফল(1)+ক্ষেত্রফল(2)+ক্ষেত্রফল(n)=ঘনবস্তুর আয়তন মোট।
>>>m^2+m^2+m^2+.................=Total Value m^2(মানে এককটা বর্গমিটারই হবে)
তাহলে একক ভিন্ন নাও হতে পারে যদি আমার বক্তব্য সঠিক হয়।।কারনটা জানান প্লিজ কেউ