বেফাক সূত্র থেকে পাওয়া প্রথম শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত শ্রেণিগুলো হচ্ছে-
১. ইবতেদায়ি
২. তাইসির
৩. মিজান
৪. নাহবেমির
৫. হেদায়েতুন্নাহু
৬. কাফিয়া
৭. শরহেজামি
৮. শরহেবেকায়া
৯. হেদায়া/ জালালাইন
১০. মেশকাত ও
১১. দাওরায়ে হাদিস ।(যাকে মাস্টার্সের সমমান হিসেবে গত বছর স্বীকৃত দেয়া হয়) ।
উজ্জল আহমেদ রবিন প্রকৃতি প্রেমী একজন সাধারণ মানুষ। পছন্দ করেন সাধ্যানুযায়ী অপরকে সাহায্য করতে, নতুন কিছু জানতে ও জানাতে। আলোকিত মানুষ হওয়ার নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে যুক্ত আছেন বিস্ময়ের সাথে। সর্বোপরি একজন ভালো মানুষ হওয়াই তার লক্ষ্য। তিনি বিস্ময়ের সাথে আছেন সমন্বয়ক হিসাবে।