বর্তমানে সিম অপারেটর গুলার মধ্যে অফার এর রাজা রবি,এয়ারটেল কিন্ত তাঁদের নেটওয়ার্ক অনেক দূর্বল। অন্য দিকে বাংলালিংক সিম সব থেকে ভাল সার্ভিস দিচ্ছে নেটওয়ার্ক এর ক্ষেত্রে এবং আপনি *৮৮৮# এ ডায়াল করে দারুণ দারুণ সব অফার নিতে পারবেন।
তাই আমি বলবঃ আপনার এলাকাতে যে সিম অপারেটর এর নেটওয়ার্ক সার্ভিস ভাল আপনি সেই সিম টা কিনুন রবি,এয়ারটেল,বাংলালিংক এর মধ্যে।