আপনার ফোনে ইউটিউব চলবে কি না তা বোঝার জন্য আপনার ফোনের User guide অথবা About মেনুতে গিয়ে দেখতে পারবেন 64 GB Memory card supported, Java supported এরকম Youtube supported লেখা আছে। যদি youtube supported লেখা থাকে তবে বুঝবেন ইউটিউব চলবে আর না থাকলে বুঝবেন চলবে না। আর ইউটিউব সাপোর্ট করলে যেকোন ব্রাউজার দিয়েই ভিডিও প্লে করা যাবে।