ইংরেজীতে দক্ষ হলে অনুবাদ ও আর্টিকেল লেখার কাজ গুলো কষ্ট কম ইনকাম বেশি, এছাড়া লোগো ডিজাইন ও ব্রকার ডিজাইনেও কষ্ট বেশ কম। তবে তার মানে এই নয় যে এগুলো সহজ। আপনি যদি কাজ জানেন তবে সহজ আর না জানলে পারবেনই না। এখানে কষ্ট কম বলতে বুঝিয়েছি এই কাজ গুলোতে খাটনি কম। ৩০ মিনিটে একটি লোগো ডিজাইন করতে পারবেন এই জন্য আপনার অনেক কিছু খুজতেও হবেনা। আর তা ১০-৩০ ডলারে পাবেন। যদিও অনেক বেশি মুল্যের লোগো আছে কিন্তু সেগুলো গভীর অর্থবোধক করতে রিসার্চ করতে হয় এবং সেগুলো খুব কমই পাওয়া যায়। ।