অক্লান্ত পরিশ্রম করেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হলে কিছু কথা মনে আসা স্বাভাবিক। সাময়িকভাবে এসব কথা নিয়ে চিন্তা করলেও যদি কারো সত্যিকারের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে করে শতবার চেষ্টা চালিয়ে যায়। কেউ যদি সেটা না করে ধরেই নিতে হবে অক্লান্ত পরিশ্রম শুধু ছিল মিথ্যা তকমা, প্রকৃতার্থে পুরোটাই ছিল ফাঁকি। যার কারণেই সে দ্বিতীয়বার আর সাহস পাচ্ছে না।
আপনি কী করেছেন সেটা আপনিই ভালো জানেন। চান্স কেন পান নি সেটাও ভেবে বের করতে পারবেন নিশ্চয়ই, কারণ নিজের বিষয়ে নিজে থেকে ভালো আর কেউ জানেন না। এখন যদি আপনি মনে করেন পরিশ্রমে ঘাটতি ছিল এবং সেটা স্বীকার করে নেন তাহলে অবশ্যই আপনি দ্বিতীয়বার চেষ্টা করবেন। আমার কথা শুনে নয়, নিজে নিজেই করবেন।
আবার যদি আপনি মনে করেন, নাহ অবিচার হয়েছে তাহলে একদল মানুষ দ্বিতীয়বার চেষ্টা করবে না। কারণ আসলে তার পরিশ্রমে ফাঁকি ছিল। আরেকদল সব বুঝেও সুযোগকে কাজে লাগায়, না হলে না হলো। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। আপনি পড়ে চান্স না পেলেও অর্জিত জ্ঞান কোথাও চলে যাচ্ছে না, সেগুলো কোনো না কোনো ক্ষেত্রে আপনার কাজে অবশ্যই লাগবে।
বহু কথা হলো যার মূল কথা এই যে চান্স না পাবার কারণ ভেবে, বুঝে তারপর আপনার অনুযায়ী কী করা উচিৎ হবে সেটা বের করুন। নিজে যখন করণীয় বের করবেন তখন সেটা না করে আসলে উপায় থাকে না। করণীয় বের করেও যদি সেটা না করেন তাহলে নয়তো আপনার আত্মবিশ্বাসের অভাব নইলে ফাঁকি। যাদের এই সমস্যা আছে তাদের বিষয়ে আর নাই বলি।