"ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদরাসা"। আলহাজ্ব হযরত মাও. শাহ্ সূফী নেছারুদ্দীন আহমাদ (রহঃ) শতাব্দীর ঐতিহ্যবাহী "ছারছীনা দরবার শরীফ" এর প্রথম পীর সাহেব ও প্রতিষ্ঠাতা। দ্বীনি তা'লীমের ক্ষেত্রে সারা বাংলাদেশে এ প্রতিষ্ঠানটি অনন্য মর্যাদা লাভ করেছে। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পিরোজপুর জেলায় অবস্থিত আমি ঐ মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানকে চাই ঐ মাদ্রাসা কি কওমি না অন্য কিছু কত সালে শুরু হয় আর ঐ পীর সাহেব সম্পর্কে যে জানেন তা সঠিক জানানেব