বাম অন্ডকোষে অনেক দিন ধরে তীব্র ব্যাথা অনুভব করছিলাম। বর্তমানে বাম অন্ডকোষ ডান অন্ডকোষের তুলনায় ছোট এবং সেখানে ব্যাথার সাথে সাথে বাম পাশে মাজার একটু নিচে যন্ত্রণা করে আর পা পর্যন্ত ঝিনঝিন করে। এটা নিয়ে আমি খুব সমস্যাতে আছি। এগুলো হওয়ার কারণ কী আর কী করলে এর থেকে নিরাময় সম্ভব? আরেকটি সমস্যা হচ্ছে যখন সেক্স ওঠে তার কিছুক্ষণ পরে লিঙ্গ দিয়ে আঠালো পদার্থ বের হয় এবং বের হওয়ার সাথে সাথে লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। এর সমাধান কী?