আমেরিকায় পড়াশোনা করার জন্য আপনি যদি যেতে চান গবে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত এজেন্সি আছে,সেগুলোতে গিয়ে সরাসরী কথা বলতে পারেন।
স্টুডেন্ট ভিসায় যেতে চাইলে আপনি যেতে পারবেন কিন্তু খরচটা তুলনামুলক বেশী লাগবে কেননা,বাংলাদেশের যেকোন প্রায়ভেট University থেকে Graduated করতে গেলে প্রায় সব মিলিয়ে ১০ লাখ টাকা লেগে যায়,তাহলে Idea করতে পারছেন সে অনুযায়ী বাহিরের উন্নত দেশ আমেরিকাতে কত লাগতে পারে।
কাজেই আপনাকে বিভিন্ন এজেন্সীতে কথা বলতে হবে এই বিষয়ে বিস্তারিত A to Z জানার জন্য।
ধন্যবাদ!