মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে অনেক ভালোবাসেন। দুনিয়াতে সাধারণ পিতামাতা যেমনি ভাবে তাঁর সন্তানদের ভালোবাসে, মহান আল্লাহ তায়ালা তাঁর চেয়ে শত শত গুণ ভালোবাসেন তাঁর বান্দাকে।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, "(বলুন) হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন; তিনি ক্ষমাশীল, পরম দয়ালু —(সূরা যুমার, আয়াত ৫৩)। উক্ত আয়াত হতে বোঝা যায়, বান্দার প্রতি মহান আল্লাহর ভালোবাসা অনেক।
সহিহ বুখারীতে, আনাস ইবনে মালিক (রাঃ) বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেন, "তোমাদের কেও মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাঁর বান্দার তওবাতে তাঁর চেয়েও বেশি খুশি হন। এ হাদীস দ্বারাও প্রমাণিত হয় যে বান্দার প্রতি আল্লাহর রহমত অসীম। আর তিনি তাঁর বান্দাকে অনেক ভালোবাসেন, যদিও সে অনেক খারাপ কাজ করে থাকে৷