বাংলা অর্থ বাংলা আর লিংক অর্থ সংযোগ; বাংলালিংক অর্থ বাংলা সংযোগ।
রবি অর্থ সূর্য।
এয়ার অর্থ বাতাস আর টেল(Tel) হচ্ছে Tell এর হিব্রু শব্দ; এয়ারটেল অর্থ বাতাসে বলা।
গ্রামীন অর্থ গ্রামীন আর ফোন অর্থ দূরসংযোগকারী যন্ত্র; গ্রামীনফোন অর্থ গ্রামীন দূরসংযোগকারী যন্ত্র।
সিটি অর্থ শহর আর সেল অর্থ কোষ, এখানে ছোট ঘর বা প্রকোষ্ঠ অর্থে ব্যবহৃত; সিটিসেল অর্থ শহর ঘর বা শহর প্রকোষ্ঠ।
টেলি অর্থ দূর আর টক অর্থ কথা বলা; টেলিটক অর্থ দূর কথা বলা।