এই সাইটে কেউ প্রশ্ন করলে বিস্ময়কর উত্তর পেয়ে থাকে। তাই এটিকে বিস্ময় অ্যানসার বলা হয়।আর হ্যা আপনি জানতে চেয়েছেন Bissoy এর পূর্নরূপ কি, Bissoy এর যদি পূর্নরূপ থাকে তাহলে সেটা বিস্ময় ওয়েবসাইটের প্রতিষ্ঠতা ভালো অবগত।।অন্য কারো পক্ষে বলা সম্ভব নয়।যতক্ষন না তার(বিস্ময়ের প্রতিষ্ঠতা) কাছ থেকে জেনে নিবে।