আপনাকে অনেক ধন্যবাদ দিনের পথে ফিরে আসার জন্য।আপনি "নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা" বইটি কিনতে পারেন।কারণ এই বইটিতে কুরআন পরার নিয়ম শিখানো হয়,নামাযের নিয়ম কানুন শিখানো হয়,এখানে আল্লাহর ৯৯ নাম আছে।আরো আছে কালিমা,প্রয়োজনীয় সূরা,রমজান,ঈদ, জানাযার নামাজের নিয়মগুলো আছে।আর আছে প্রয়োজনীয় হাদিস এবং দুয়া আছে।এটির মূল্য ৬০ টাকা মাত্র।তাই আপনি এটা নিলে খুব উপকৃত হবেন।