শুক্রানু হচ্ছে পুং গ্যামেট। এটি পুরুষের দেহে তৈরি হয়। শুক্রানু দেখতে লম্বাকৃতি, এবং এটি সচল। ডিম্বানুর চেয়ে আকারে অনেক ছোট।
অন্যদিকে ডিম্বানু হচ্ছে স্ত্রী গ্যামেট। এটি স্ত্রীদেহে তৈরি হয়। এটি গোলাকৃতি। আকারে শুক্রানুর চেয়ে বেশ বড়।
শুক্রানু ডিম্বানুর ভেতর প্রবেশ করে নিষেক সম্পর্ন করে জাইগোট তথা ভ্রুন সৃষ্টি করে।। ভ্রুনই বহু ধাপে বহু পরিবর্তন ও বৃদ্ধি পেয়ে শিশু সৃষ্টি হয়।