আপনি যদি নতুন ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি তাহলে আপনি মেসেজ অপশনে গিয়ে scলিখে স্পেস দিয়ে f লিখে স্পেস দিয়ে ফর্ম নম্বর লিখে স্পেস দিয়ে d লিখে স্পেস দিয়েতার পর yyyy-mm-ddফর্মে
জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে প্রেরন করলে আপনার স্মার্ট NID কার্ডের বিতরন কেন্দ্র ও বিতরনের তারিখ জানতে পারবেন।
উদাহরণ : sc f xxxxxxxx d yyyy-mm-ddThen send 105