না, আপনার থিউরীটা মানতে পারলাম না। 1234 এখানে প্রথম সংখ্যা 4 (একক এর ঘরে অবস্থান করার কারণে।)
দ্বিতীয় সংখ্যা 3 (দশকের ঘরে অবস্থান করার কারণে)
তৃতীয় সংখ্যা 2 (শতক এর ঘরে অবস্থান করার কারণে)
চতুর্থ সংখ্যা 1 (হাজারের ঘরে অবস্থানের কারণে।)
এটাই ছিল আমার থিউরি। আমি অংক এর সংখ্যা ডান দিক দিয়ে হিসাব করতেছি, আর আপনি বাম দিক দিয়ে।