ইন্টারনেট নাম্বার বলতে। ডলার থেকে কল দিলে এই রকম হয়। যারা বিদেশে থাকে তারা ডলার এর মাধ্যমে কল দিলে এই রকম ভাবে নাম্বার উঠে।
আপনাদের বুঝাইতে পারছি না আমি
এই গুলা ডলার এর নাম্বার ডলার থেকে
কল দিলে নানা অপারেটর এর নাম্বার আসে
যেমনঃ পিক টা দেখুন
দেখে মনে হবে টেলিটক সিম থেকে কলল এসেছে কিন্ত নয়। এই কলল গুলা বিদেশ থেকে এসেছে এবং যারা কল করেছে তারা ডলার এরএর মাধ্যে কল করেছে।
প্রশ্নকর্তা##এটা ডলারের নাম্বার,বিদেশ থেকে কল দিলে টেলিটক সিম থেকে কল ট্যান্সেফার করে টেলিটক নাম্বার হয়ে কল আসে।আপনার উক্ত সমস্যার কারনে সিম কিছুদিন বন্ধ রাখতে পারেন অথবা তিনি কি চাই এ বিষয়ে বোঝা পড়া করে নেয় ,যদি ভাল ভাবে বোঝাতে পারেন তাঁহলে আর কল দিবে না। না বোঝাতে পারলে সিম কিছুদিন অফ করে রাখুন।
283,269 টি প্রশ্ন
367,720 টি উত্তর
110,791 টি মন্তব্য
152,832 জন নিবন্ধিত সদস্য