@প্রশ্নকর্তা, আপনার প্রশ্নটিতে উত্তর করতে প্রব্লেম হচ্ছে, মানে উত্তর যোগ করার কোনো অপশন পাওয়া যাচ্ছে না।তাই এখানেই দিলাম।
---------
---------
প্রথমে বলি, এত উগ্রতা নিয়ে আপনার অভিযোগ করাটা ঠিক হয় নি। আপনার অভিযোগ পর্যালোচনা করে দেখা হবে কিনা তা অভিযোগের ধরণের উপরও অনেকটা নির্ভর করে।
----------
আসলে ওনার এরকম কার্যক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি ওনার প্রোফাইল ঘুরে দেখলাম, যা ভুল পেলাম হাইড করলাম। আপনারা চাইলে আমাদেরকে হেল্প করতে পারেন। কারণ এতগুলো প্রশ্ন উত্তর পর্যালোচনা করে দেখা অনেকটা কষ্টসাধ্য ব্যপার। আপনাদের নজরে যদি এরকম উত্তর, মন্তব্য, প্রশ্ন পড়ে তাহলে দ্রুত কারণ সহ সতর্ক করবেন। ব্যস, বাকিটা আমরা দেখব।, মন্তব্য, প্রশ্ন পড়ে তাহলে দ্রুত কারণ সহ সতর্ক করবেন। ব্যস, বাকিটা আমরা দেখব।
যে সমস্ত উত্তরে সামান্য ভুল দেখবেন সেটা বাড়াবাড়ি না করে ওনাকে মন্তব্যে অবগত করবেন।