শব্দগুলোর দু ধরনের অর্থ আছে। ১। আভিধানিক। ২। পারিভাষিক। সম্ভবত আপনি শব্দগুলোর আভিধানিক অর্থ জানতে চাচ্ছেন। নিম্নে শব্দগুলো অর্থ দেয়া হলো।
১। ফজর-প্রভাত, সূচনা ২। জোহর-মধ্যাহ্ন, দ্বিপ্রহর ৩। জুমআহ-শুক্রবার, একত্রিতকরণ ৪। আসর-সময়, বিকেল, অপরাহ্ন ৫। মাগরিব-পশ্চিম, সূর্যাস্তের সময়, সূর্যাস্তের জায়গা বা দিক, অস্তাচল ৬। ঈশা-সন্ধ্যা, সন্ধ্যা রাত ৭। বিতর-বেজোড়, একক, সঙ্গীবিহীন ৮। তাহাজ্জুদ-রাত্রিজাগরণ, ঘুম থেকে জাগ্রত হওয়া, রাত্রিকালীন ইবাদাত ৯। ইশরাক-উদিত হওয়া, উদ্ভাসিত হওয়া, প্রদীপ্ত হওয়া ১০। চাশত- এটি ফারসী শব্দ। অর্থ সূর্যোদয় ও দ্বপ্রহরের মধ্যবর্তী সময়, পূর্বাহ্ন ১১। যাওয়াল-বিলোপ, বিলুপ্তি, পতন, অস্তগামিতা, সূর্য হেলার সময়, মধ্যাহ্ন, দ্বিপ্রহর ১২। তাসবীহ-মহিমা, গুণগান, মহিমা বর্ণনা করা, গুণগান করা ১৩। তারাবীহ-এটি তারবীহাহ এর বহুবচন। এর অর্থ আরাম প্রদান, আনন্দদান, বিশ্রাম, প্রমোদ, বিনোদন ১৪। আওয়াবীন- এটি আওয়াব শব্দের বহুবচন। এর অর্থ প্রত্যাবর্তনকারী ১৫। তাওবা- প্রত্যাবর্তন, অনুশোচনা, অনুতাপ ১৬। তাহিয়্যাতুল ওযু- ওযু অর্থ পবিত্রত, নির্মলতা, উজ্জ্বলত, সৌন্দর্য। তাহিয়্যাহ অর্থ অভিবাদ, শুভেচ্ছা। সুতরাং তাহিয়্যাতুল ওযু অর্থ ওযুর অভিবাদন উপলক্ষে পঠিতব্য নামাজ ১৭। ফরজ-ধার্য করা, আরোপ করা, অবশ্যপালনীয় কর্তব্য ১৮। সুন্নাত-নিয়ম, রীতি, পথ, স্বভাব ১৯। নফল-অতিরিক্ত, কর্তব্যের অতিরিক্ত কাজ ২০। ওয়াজিব- অপরিহার্য, বাধ্যতামূলক, করণীয়, যথাযথ।