সুন্দর প্রশ্ন করেছেন। এ প্রশ্ন অনেকেরই। প্রশ্নটাও যথার্থ। বস্তুত কিছু মানুষ নারী পুরুষের সমান অধিকার বলে বেশ চেচামেচি করছে। এটা তাদের মুখের কথা। সত্যিকারার্থে তারাও সব ক্ষেত্রে সমান অধিকার চায় না। কিছু ক্ষেত্রে সমান অধিকার চায় মাত্র। সব ক্ষেত্রে সমান অধিকার চাইলে সমস্যাটা তাদেরই। এটা তারা জানে। বাল্যবিবাহের বয়সের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের যুক্তি দেখিয়ে বলবে, এ জায়গাটায় আমরা সমান অধিকার চাই না। অথবা বলবে ভারসাম্য বিবেচনায় এটাই সমান।