১ ইঞ্চিকে প্রথমত ৮ ভাগে ভাগ করা হয়েছে! আর এই প্রতি ভাগকে সাধারণ ভাষায় ১ সুত বলা হয়।
১ ইঞ্চির ৮ ভাগ হচ্ছেঃ ১/৮, ১/৪, ৩/৮, ১/২, ৫/৮, ৩/৪, ৭/৮, ১''
অনেকেই ইঞ্চিকে ৮ ভাগ আবার অনেকে ১৬ ভাগ করে। এর কারন হচ্ছে হিসাব সুবিধার জন্য।
১৬ ভাগের কোনো নাম নেই। তবে এই ১৬ ভাগকে ১ ইঞ্চি বলা হয়। অথবা ৮ ভাগের ডাবল হচ্ছে ১৬ ভাগ।
সাবির ইসলাম অত্যন্ত ধর্মীয় জ্ঞান পিপাসু এক জ্ঞানান্বেষী। জ্ঞান অন্বেষণ চেতনায় জাগ্রতময়। আপন জ্ঞানকে আরো সমুন্নত করার ইচ্ছা নিয়েই তথ্য প্রযুক্তির জগতে যুক্ত হয়েছেন নিজে জানতে এবং অন্যকে জানাতে।
লক্ষ কোটি মানুষের নীরব আলাপনের তীর্থ ক্ষেত্রে যুক্ত আছেন একজন সমন্বয়ক হিসেবে।