অবজ্ঞা মোটেও করি নি। আমি উত্তরগুলো সব দেখে নরমাল মন্তব্য করেছি। শুধুমাত্র আপনার মন্তব্যের বিপরীতে নয়। ব্যাপারট আসলেই অদ্ভুত যে সারা দেশে সর্বব্যবহৃত ফোন আমার পরিবারে কারো নেই। আমার পরিবার বলতে কিন্তু শুধু মা-বাবা, ভাই-বোন নয়। চাচা-মামা, খালা-ফুফু, মামি, চাচি, কাজিন ভাইবোন সবার কথা বলছি।