এখানে গিয়ে, আপনি যে ইমেল দিয়ে সাইট তৈরি করেছিলেন সেই ইমেল দিন ,যদি মনে না থাকে তাঁহলে সম্ভাব্য ইমেল দিন যেটাতে রিকোভারি কোড যাবে সেই ইমেল দিয়ে পাসওয়ার্ড রিকোভারি করে লগইন করে নিচে সাইটের নাম দেখতে পাবেন।
রবিন আহমেদ দেশের বাহিরে থেকেও দেশের প্রতি অভাবনীয় টানে দেশের মানুষকে উপকার করার জন্য বেছে নিয়েছেন বিস্ময় অ্যানসারসকে। নতুন কিছু জানতে এবং অন্যকে জানাতে সুদূর ওমানে থেকেও বাংলার মানুষের প্রতি ভালোবাসার টানে তিনি বিস্ময়ের সাথে কাজ করে যাচ্ছেন এবং তিনি ওমানে ডলার/ভয়েস ব্যবসার সাথে জড়িত আছেন। বিস্ময়ের সঙ্গে রয়েছেন একজন সমন্বয়ক হিসেবে।