আমার বর্তমান বয়েস প্রায় 25 বছর আমি এই বছর বি এ অনাস শেষ করলাম , কিন্তু জীবনে আমি শিক্ষিত হয়ে ও একটি অশিক্ষিত মানুষের কাজ করেছি । আর তা হলো আমি যখন ৬ ষ্ঠ শ্রেনীতে পরি তখন থেকে যৌন তারনায় হস্ত মিথুনে জরিয়ে পরি যাহা আজ অবধি পুরো পুরি ছারতে পারিনি । বতমানে নিজেকে হতাশ মনে হয় মেধা শক্তি অনেক কমে গেছে বীজ পানির মতো পাতলা হয়ে গেছে , এখন আমি কি করবো আমার কি করা উচিত সাভাবিক জীবনে ফিরে আসতে এটা আমাকে নেশার মতো ধংশো করে দিচ্ছা এখন আমি কি ভাবে চিকিৎসা নিবো আমি অবিবাহিত পিল্জ হেল্প মি আমি ইহা ছারতে চাই