আমার সবচেয়ে প্রিয় ব্যাক্তি হলেন হযরত মুহাম্মদ সা:। হয়তো উনাকে দেখতে পারি নি তবে তার নাম নিলেই মনের মধ্যে এক অন্যরকম ভালবাসা জেগে উঠে।আমি গল্পের বই পড়তে খুব ভালবাসি কিন্তু যতই রোমাঞ্চকর,রহস্যময় কাহিনী পড়ি না কেন। হযরত মূহাম্মদ সা: এর জীবন কাহিনী পড়লে তার চেয়ে বেশি আনন্দ লাভ করি। তার সহজ সরল জীবন আমার কাছে অনেক ভালো লাগে,তার গুন, প্রতিভা ও আমার ভালো লাগে।তা ছাড়া তিনি শ্রেষ্ঠ নবী ও রাসুল এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা।তাই আমি তাকে ভালো বাসি।