আমরা জানি যে এই সমগ্র পৃথিবীতে পুরুষের তুলনায়
নারী পরিমাণে বেশি। যদি একজন পুরুষ এক জন নারীকে
বিয়ে করে তাহলেও কোটি কোটি যুবতী নারী থাকবেন
যাদের বিবাহ করার মতো কেউ থাকবে না। এজন্যই
আল্লাহ সমগ্র নারী অধিকারের জন্য পুরুষকে শর্ত সাপেক্ষে
একাধিক বিবাহ করার অনুমতি দিয়েছেন।
স্বাভাবিক দৃষ্টিতে এটা দৃষ্টিকটু দেখায় কারণ কোনো
নারীই তার স্বামীকে শেয়ার করতে চাইবে না। একটু
ভিন্ন ভাবে ভাবুন যে, যদি একাধিক বিবাহের অনুমতি
না দেওয়া হতো তাহলে যে কোটি কোটি নারীরা স্বামীহীন
থাকতো তাদের কি অবস্থা হতো.???
যৌন তাড়নার কারণে অবশ্যই তারা যেনার কাজে লিপ্ত হবে
এছাড়াও সাংসারিক জীবনে পা রাখতে পারবে না। যাদের
দ্বারা যেনা হবে তারাও তো কোনো না কোনো সমাজের
পুরুষ তাহলে ভেবে দেখুন কতটা হুমকি স্বরূপ হতো এমনটা
হলে।
অন্য নারীরা যেন অশ্লীন পথে না যায় এবং পুরুষেরা যেন
নিয়ন্ত্রণে থাকে তার জন্যেই আল্লাহ এ সমাধান দিয়েছেন।
এর থেকে ভালো সমাধান পৃথিবীতে আর কিছুই নেই, যদি
থেকে থাকে তাহলে পারলে দেখান
জুনায়েত ইসলাম: দেশ ও মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে সদা প্রস্তুত। শৃঙ্খলা ও ফিটনেস সম্পর্কে খুব সচেতন এবং প্রচন্ড দেশ প্রেমী এজন্যই দেশ রক্ষার মতো পবিত্র দায়িত্ব বেছে নিয়েছেন পেশাগত জীবনে। জ্ঞানার্জনের লক্ষ্যে ও পরোপকারের স্বার্থে দীর্ঘদিন থেকেই বিস্ময় অ্যানসারের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত।