আমি সবার আগে একজন ভালো শিক্ষামন্ত্রীকে পদদান করতাম। কারণ শিক্ষামন্ত্রীর ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করে। সম্ভবত শিক্ষামন্ত্রীর কারণেই আজ আমরা জিপিএ-ফাইভ ন্যাশন!
এরপরে আমি দেশের ধনীসমাজদের একটা তালিকা তৈরি করিয়ে প্রতিটি পরিবার থেকে ২০০০ টাকা করে নিতাম। প্রাপ্ত মূল্য দেশের নিঃস সমাজের তালিকা তৈরি করে তাদের মাঝে বিলিয়ে দিতাম।
এরপর ধর্ষণ এর শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতাম। ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা শুরু হওয়ার আগেই যেন ধর্ষকের মৃত্যু ঘটে সে বিষয়ে নিশ্চিত করতাম।
একেবারে শেষ কাজ হিসেবে আমি সারাদেশের প্রতিটি রাস্তাকে পরিচ্ছন চকচকে করার ব্যবস্থা নিতাম। একাজটা অতি জটিল হলেও সম্ভব করিয়ে ছাড়তাম। প্রতিটি এলাকার অথোরিটির মাধ্যমে এই পরিচ্ছন্ন অভিযান শুরু করতাম। অথোরিটি করলে জনগণ করবেই।
আমার কাজ একয়টাই। তবে মূল কথা আমার দেশের রাষ্ট্রপ্রধান হবার কোনো ইচ্ছা নেই। রাষ্ট্রপ্রধান হয়ে যখন আমি এসব করা শুরু করব তখন আমাকে স্বৈরতান্ত্রিক শাসক বলা হবে। তারচেয়ে বরং বাদই থাক!