রাগ মানুষের কু-রিপুগুলোর মধ্যে অন্যতম ,যা মানুষকে ধ্বংসের শেষ সীমায় পৌছিয়ে দেয়।আর এর থেকে মুক্তির জন্য রসূল (সা) মানুষের সামনে তুলে ধরে বলেন-তোমাদের কেউ যখন রাগান্বিত হয় তখন সে যেন অজু করে । যাতে পানির মাধ্যমে আল্লাহ তায়ালা তার শরীরকে শীতল করে রাগ প্রশমিত করে দেন ।